চরমটুয়া দারূল উলূম ইসলামিয়া মাদ্রাসা
November 19 2018, 03:38
প্রতিষ্ঠানের নাম :- চরমটুয়া দারূল উলূম ইসলামিয়া মাদ্রাসা
প্রতিষ্ঠা কাল :- ১৯৭৯
প্রতিষ্ঠাতা :- মাওঃ আহমদ উল্লাহ
প্রতিষ্ঠাকালিন মুহতামিম :- মাওঃ আহমদ উল্লাহ
প্রতিষ্ঠাকালিন শিক্ষাসচিব :- মাওঃ শিব্বীর আহমদ সাহেব
প্রতিষ্ঠাকালিন শিক্ষকবৃন্দ :- মাওঃ আহমদ উল্লাহ (মুহতামিম)
মাওঃ অজি উল্লাহ (নায়েবে মুহতামিম)
মাওঃ নজীর আহমদ (নাজেমে তা\’লীমাত)
মাওঃ শিব্বির আহমদ (নায়েবে নাজেম)
মাওঃ মুফতী ইসহাক সাহেব রহঃ (মুফতী সাহেব)
মাওঃ নুরুল আমিন সাহেব রহঃ (বর্ডিং সুপার)
প্রতিষ্ঠাকালিন জামাত সংখ্যা,বর্তমান সমাপনী জামাত / মাদরাসা দাওরায়ে হাদিস পর্যন্ত হলে্ এর উদ্বোধনীর সন :- নূরানী থেকে শুরু। বর্তমান ২০১৮ ইং থেকে দাওরায়ে হাদিস চালু আছে।
প্রতিষ্ঠাকাল থেকে চলমান সময় পর্যন্ত কৃতি শিক্ষার্থীর নাম, তাদের বর্তমান সামাজিক- অবস্থান :- ১। মাওঃ সিদ্দীক আহমদ নোমান, আরবী ভাষায় ও বাংলা ভাষার দক্ষ একজন সুনামধন্য ব্যক্তি নোয়াখালীর। বর্তমানে \”জামেয়া মাদানিয়া নোয়াখালী\” নামে একটি মেশকাত পর্যন্ত বিশাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, ও ভিবিন্ন মাদরাসা পরিচালনা কমিটির সদস্য, এবং নোয়াখালীর বহু সামাজিক ও দীনী সংগঠন এর পরিচালক।
২। মাওঃ সিদ্দিক আহমদ সাহেব, দীর্ঘদিন অত্র প্রতিষ্ঠান এর শিক্ষক ছিলেন, এরপর নোয়াখালী জেলা জামে মসজিদের সুনামধন্য খতীব ছিলেন ও একজন ওয়ায়েজ, বর্তমানে নোয়াখালীতে নীজ প্রতিষ্ঠান \”মহব্বতপুর মাদ্রাসার\” পরিচালনা করেন।
৩। মরহুম মাওঃ জামাল উদ্দিন রহঃ। যিনি জামেয়া ইসলামিয়া মাইজদী নামক দাওরা মাদ্রাসার আমরণ শিক্ষা সচিব ছিলেন, গত কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। নাওয়ারাল্লাহু মারক্বাদাহু।
৪। মাওঃ আবুল কাশেম আমিনী, দেওবন্দ মাদ্রাসার ফারেগ, মুছাপুর বাংলাবাজার মাদ্রাসায় বেশ কিছু দিন খেদমতের পর বর্তমানে অত্র মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে আছেন। এবং ভিবিন্ন সামাজিক ও দীনী সংগঠন পরিচালনার মাধ্যমে জাতীর খেদমত করে যাচ্ছেন।
৫। মাওঃ মুফতী নুরুল ইসলাম ইবনে মুফতী ইসহাক রহঃ। হাটহাজারী ও দেওবন্দ এর নাম্বার আওয়াল ছাত্র। সুনামের সাথে দেশব্যাপী দরস তাদরীস ও ওয়াজের মাধ্যমে জাতীর সেবা করে যাচ্ছেন।
৬। মাওঃ আবুল কালাম, ফারেগ হাটহাজারীর। বর্তমানে অত্র মাদ্রাসার মুহাদ্দিস।
৭। মাওঃ মুফতী হানিফ, ফারেগ হাটহাজারীর, বর্তমানে অত্র মাদ্রাসার মুহাদ্দিস।
৮। হাঃ মাওঃ আব্দুল বাসেত সাহেব, ফারেগ হাটহাজারীর, বর্তমানে অত্র মাদ্রাসার মুহাদ্দিস।
৯। মাওঃ সাইদ আহমদ, ফারেগ দেওবন্দ মাদ্রাসার।
১০। মাওঃ মহিউদ্দিন, ফারেগ দেওবন্দ মাদ্রাসার।
এরকম শতে শতে ছাত্র এ মাদ্রাসায় পড়াশোনা করে সারা দেশে দীনী ও সামাজিক কাজ করে জাতির সেবা করে যাচ্ছেন।
মাদরাসার বর্তমান অবস্থা বর্ণনা করে আগামীর পরিকল্পনা :- বর্তমানে নূরানী / হেফজু বিভাগ ও কিতাব বিভাগ দাওরায়ে হাদিস পর্যন্ত চালু রয়েছে, ভবিষ্যতে আরো কিছু তাখাচ্ছুছাত এর বিভাগ চালু করে মাদ্রাসাকে নোয়াখালী জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরার চেষ্টা রয়েছে, আল্লাহ তায়ালার সাহায্য কামনা করছি।
মাদরাসাটি যে বোর্ডের অধিনে :- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ
মাদরাসার হিসাব ব্যাবস্থা / ফান্ড:- মাদ্রাসার দুরকম ফান্ড রয়েছে ১। মাদ্রাসা ফান্ড (সাধারণ ফান্ড নির্মাণ ও অন্যান্য কাজে ব্যবহৃত হয়) ২। গোরাবা ফান্ড (এতিম মিসকিন গরীব শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত হয় )
বর্তমান মুহতামিম :- মাওঃ আহমদ উল্লাহ
বর্তমান মুহতামিমের মোবাইল নাম্বার :- +8801812326152
বর্তমান শিক্ষাসচিব :- মাওঃ রুহুল আমিন (চাটখিল হুজুর)
বর্তমান শিক্ষকবৃন্দের তালিকা :- বর্তমানে ২৫জন শিক্ষক রয়েছেন।
চলমান মোট ছাত্র সংখ্যা :- প্রায় ১০০০
চলমান দাওরায়ে হাদিস ছাত্র সংখ্যা :- ১৫ জন
চলমান ছাত্রাবাসে অবস্থান রত ছাত্র সংখ্যা :- প্রায় সাড়ে পাঁচশত
তথ্য দানকারীর নাম :- হাফেজ মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম
তথ্য দানকারীর মোবাইল :- +8801677994960
তথ্য দানকারীর ইমেইল :- miazysaifulislam@gmail.com