সারা দেশের মাদ্রাসাসমূহ

জামিয়া ইসলামিয়া দারুল উলুম (মাদ্রাসা ও এতিমখানা)

November 20 2018, 04:00

প্রতিষ্ঠানের নাম :- জামিয়া ইসলামিয়া দারুল উলুম (মাদ্রাসা ও এতিমখানা)স্বল্প পেন্নাই, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা।

প্রতিষ্ঠা কাল :- ঢাকা – চট্টগ্রাম হাইওয়েসংলগ্ন ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার দাউদকান্দি থানার অন্তর্গত গৌরীপুরে স্বল্প পেন্নাই ( দিঘিরপাড় ) গ্রামে ১ একর ১১ শতাংশ ভূমির উপর মাদ্রাসাটি ১৯৬০ইং সালে প্রতিষ্ঠিত হয় । জমি দাতা ও এলাকাবাসীগণ কোন প্রকার নাম ৰা স্বার্থের উর্ধ্বে থেকে সম্পূর্ণ এখলাছের সাথে খাটি নিয়ত ও পবিত্র মনে তার নামকরণ করেন বিশ্ব বিখ্যাত বরকতময় ইসলামী বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দের সাথে সম্পৃক্ত করে “ স্বল্প পেন্নাই ( দিঘীর পাড় ) দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা । ”

প্রতিষ্ঠাতা :- মরহুম শমসের অালী ভূইয়া, অাঃ জলিল ভূইয়া সহ এলাকাবাসী।

প্রতিষ্ঠাকালিন মুহতামিম :- মাঃ শিহাব উদ্দিন সাহেব দাঃ বাঃ

প্রতিষ্ঠাকালিন শিক্ষাসচিব :- মাঃ শিহাব উদ্দিন সাহেব দাঃ বাঃ

প্রতিষ্ঠাকালিন শিক্ষকবৃন্দ :- মাঃ শিহাব উদ্দিন সাহেব দাঃ বাঃ

প্রতিষ্ঠাকালিন জামাত সংখ্যা,বর্তমান সমাপনী জামাত / মাদরাসা দাওরায়ে হাদিস পর্যন্ত হলে্ এর উদ্বোধনীর সন :- বিজাতীয় বেনিয়াদের কৌশলগত আক্রমণ থেকে ইসলামী আকীদা – বিশ্বাস – সভ্যতা – সাংস্কৃতিক ও ইতিহাস – ঐতিহ্যরক্ষা এবং রাসূল ( সাঃ ) কর্তৃক আনীত ইলমে ওহীর শিক্ষাধারাকে প্রবাহমান রাখার উদ্দেশ্যে ১৯৬০ সালে এই মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়ে এলাকাবাসীর দিবা – নিশি অক্লান্ত নিরলস প্রচেষ্টায় অনাবাসিক মক্তব থেকে নূরাণী , হিফজ বিভাগ , কিতাব বিভাগ এর এবতেদায়ী ( প্রাইমারী ) থেকে মাদরাসা শিক্ষার সর্বোচ্চ ক্লাশ দাওরায়ে হাদীস ( এম . এ ) পর্যন্ত উন্নীত হয়েছে । শিক্ষক মন্ডলীর ঐকান্তিক প্রচেষ্টায় মাদরাসার সুনাম সুখ্যাতি সারাদেশে ছড়িয়ে পড়েছে ফলে প্রতি বছর ছাত্র সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । মাদ্রাসা দিন দিন দ্রুতগতিতে উন্নতির দিকে অগ্রসর হচ্ছে ।

মাদরাসার বর্তমান অবস্থা বর্ণনা করে আগামীর পরিকল্পনা :- ১৯৬০ সালে এই মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়ে এলাকাবাসীর দিবা – নিশি অক্লান্ত নিরলস প্রচেষ্টায় অনাবাসিক মক্তব থেকে নূরাণী , হিফজ বিভাগ , কিতাব বিভাগ এর এবতেদায়ী ( প্রাইমারী ) থেকে মাদরাসা শিক্ষার সর্বোচ্চ ক্লাশ দাওরায়ে হাদীস ( এম . এ ) পর্যন্ত উন্নীত হয়েছে। ভবিষ্যতে ইনশাআল্লাহ মাদরাসাটি পর্যায়ক্রমে ইফতা, উলুমুল হাদীস, তাফসীর, ও আদব বিভাগের সমন্বয়ে একটি পরিপুর্ন বৃহৎ পরিকল্পনা রয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষের।

মাদরাসাটি যে বোর্ডের অধিনে :- বেফাকুল মাদারিসিল অারাবিয়া বাংলাদেশ

বর্তমান মুহতামিম :- বেফাক মহাসচিব অাল্লামা অাব্দুল কুদ্দুস সাহেব দাঃ বাঃ

বর্তমান মুহতামিমের মোবাইল নাম্বার :- ০১৮১৯২৪৯৩৮১

বর্তমান শিক্ষাসচিব :- মুফতি অাব্দুল হান্নান সাহেব।

বর্তমান শিক্ষকবৃন্দের তালিকা :- ০১। মুহতামিমঃ- জনাব হাফেজ মাওলানা আব্দুল কুদুস ( দাঃ বাঃ )
০২ | জনাব হাফেজ মাওলানা মোস্তফা মাহমুদী ( দাঃ বাঃ )
০৩ | জনাব মাওলানা আহসানুল্লাহ ( দাঃ বাঃ )
০৪। জনাব মাওলানা শিহাবুদ্দীন ( দা : বা : )
০৫। জনাব হাফেজ মাওলানা মুফতী আব্দুল হান্নান ( দাঃ বাঃ )
০৬| জনাব মাওলানা মাহবুবে এলাহী ( দাঃ বাঃ )
০৭। জনাব হাফেজ মাওলানা লােকমান হােসাইন জাদীদ ( দাঃ বাঃ)
০৮। জনাব মাওলানা আরিফুল ইসলাম ( দা : বা : )
০৯। জনাব মাওলানা মুজতবা কামাল ( দা : বা : )
১০।জনাব হাফেজ মাওলানা অাব্দুল্লাহ অাল মে\’রাজ দা: বা:
১১। জনাব মাওলানা মুফতী মাসউদুর রহমান ( দা : বা : )
১২। জনাব মাওলানা এমদাদুল্লাহ ( দা : বা : )
১৩। মুফতি রাকিবুল ইসলাম ( দা : বা : )
১৪| জনাব হাফেজ মাওলানা লােকমান হােসাইন কাদীম ( দা : বা 🙂
১৫| জনাব মাওলানা নজরুল ইসলাম ফয়েজী ( দা : বা : )
১৬। হাফেজ মুফতি যোবায়ের অাহমাদ ( দা : বা : )
১৭। হাফেজ মুফতি কামাল উদ্দিন ( দা : বা : )
১৮| জনাব মাওলানা বেলাল হােসাইন ( দা : বা : )
১৯ । জনাব হাফেজ মাওলানা মনিরুজ্জামান ( দা : বা : )
২০। জনাব হাফেজ মাওলানা ইউনুছ ( দা : বা : )
২১। জনাব হাফেজ মাওলানা মাহদী হাসান ( দা :বা : )
২২। জনাব হাফেজ সফিউল্লাহ্ ( দা : বা : )
২৩। জনাব হাফেজ মাওলানা রেজাউল করীম (দা: বা:)
২৪|
২৫। জনাব মাও: ক্বারী আব্দুস সাত্তার ( দা : বা: )
২৬ | জনাৰ মাও: কৃারী নুরুল্লাহ ( দা : বা : )
২৭। জনাব মাও: কারী আবু হানিফ ( দা : বা : )
২৮। জনাব মা: কারী অালাউদ্দীন (দা:বা:)
২৯। জনাব মাষ্টার বেলাল হােসাইন( দাঃ বাঃ )
৩০। জনাব মাস্টার শাহ অালম (দা:বা:)

চলমান মোট ছাত্র সংখ্যা :- ৫৫০ জন।

চলমান দাওরায়ে হাদিস ছাত্র সংখ্যা :- ১৩ জন।

চলমান ছাত্রাবাসে অবস্থান রত ছাত্র সংখ্যা :- ৫০০

তথ্য দানকারীর নাম :- মো: মাহদী হাসান (শাকিল)

তথ্য দানকারীর মোবাইল :- ০১৮১৫০৮৭০৪৯

তথ্য দানকারীর ইমেইল :-

Spread the love