সায়্যিদ শাহ মহররম রহ. মহিলা মাদরাসা
May 23 2019, 04:53
প্রতিষ্ঠানের নাম :- সায়্যিদ শাহ মহররম রহ. মহিলা মাদরাসা
প্রতিষ্ঠানের ঠিকানা :- সোনারগাঁও,মুন্সীবাজার,কমলগঞ্জ,মৌলভীবাজার.ওয়েবসাইট.http://www.shahmuharram.com/
প্রতিষ্ঠা কাল :- 13/02/2017
প্রতিষ্ঠাতা :- মাওলানা ডা. শিব্বির আহমদ ,মাওলানা মাওসুফ আহমদ,সায়্যিদ মহসিন আলী,মাওলানা শরীফ আহমদ মুফতী মাহফুজ আহমদ
প্রতিষ্ঠাকালিন মুহতামিম :- হাফেজ মাওলানা মওসুফ আহমদ
প্রতিষ্ঠাকালিন শিক্ষাসচিব :- মাওলানা হেলাল আহমদ
প্রতিষ্ঠাকালিন শিক্ষকবৃন্দ :- মুফতী মাহফুজ আহমদ,মাওলানা মাওলানা,হেলান আহমদ,মাওলানা আবুল ক্বায়েস,মাস্টার আবুল খায়ের মাহমুদ,ক্বারী খলীলুর রহমান ইয়ামুস
প্রতিষ্ঠাকালিন জামাত সংখ্যা,বর্তমান সমাপনী জামাত / মাদরাসা দাওরায়ে হাদিস পর্যন্ত হলে্ এর উদ্বোধনীর সন :- মক্তব আউয়াল থেকে মক্তব পাঞ্জম।
(বর্তমান) জামাতে সারফ পর্যন্ত
অত্র অঞ্চলের মানুষকে নিরক্ষরতা দূরিকরণে মাদরাসার ইতিবাচ ভূমিকা, মানুষের সামাজিক সাংস্কৃতিক দৈনতার পরিবর্তনে প্রতিষ্ঠানের অবদান :- মাদ্রাসা সবেমাত্র শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ অল্প দিনেই এলাকায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ,মাদ্রাসা খুব দ্রুত উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। আশাকরি সমাজপরিবর্তনে ও ইসলামী পরিবেশ গঠনে আগামীতে সন্তোষজনক ভুমিকা রাখবে-
মাদরাসার স্বর্নোজ্বল ইতিহাস :- মাদ্রাসার প্রথম স্বপ্নদ্রষ্টা হচ্ছেন আল্লামা গহরপুরী রহ. তিনি ২০০১ সালে বলরামপুর হোসাইনিয়া টাইটেল মাদ্রাসার বাৎসরিক জলসায় এক তেজদ্বীপ্ত বয়ান রাখেন ও মহিলা মাদ্রাসা প্রতিস্টার গুরুত্ব সম্পর্কে জোরালো বয়ান করেন। এবং বলেন যে, আমি অনেক মহিলা মাদ্রাসায় গিয়েছি মেয়েদের অসাধারন প্রতিভা লক্ষ্য করেছি, মায়ের জাতিকে সু শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মা হিসেবে গড়ে তোলা এখন সময়ের অপরিহার্য দাবী –
তার এ মর্মস্পর্শী বক্তব্যে অনুপ্রাণিত হয়ে ঐতিহ্যবাহী সোনারগাঁও পীরের বাড়ির কৃতি সন্তান মৌলভী ডাঃ শিব্বির আহমদ সাহেব মাদ্রাসা প্রতিস্টার বিশেষ উদ্দ্যোগ গ্রহন করেন। পীরের বাড়ির আরেক কৃতি সন্তান আমেরিকা প্রবাসী সায়্যিদ মহসিন আলী সাহেব কে বিশেষ অনুরোধ করলে তিনি ও তদীয় স্ত্রী সায়্যেদা রেজিয়া সুলতানা – মহিলা মাদ্রাসার জন্য ২০০৩ সালে ৩৬ শতক ভুমি দান করেন। কিন্ত এলাকার কিছু স্বার্থান্বেষী অবুঝ লোকের বিরোধিতার ফলে যথাসময়ে মাদ্রাসা প্রতিস্টা করা সম্ভব হয়নি। পরবর্তীতে মাওলানা শরীফ আহমদ আরেকটু অদুরে আরো ২১শতক ভুমির ব্যবস্থা করেন ও হাফেজ মাওলানা মাওসুফ আহমদ তা মাদ্রাসার নামে ওয়াকফ করেন।দীর্ঘদিন পর উক্ত যায়গার উপর মাদ্রাসা প্রতিস্টার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে আসেন হাফেজ মাওলানা মাওসুফ আহমদ ও আমেরিকা প্রবাসী সায়্যিদ মহসিন আলী এবং মুফতি মাহফুজ আহমদ, তাদের অক্লান্ত প্রচেস্টা,সায়্যিদ মহাসিন আলী সাহেবের অর্থায়ন ও পীরের বাড়ি বিশিষ্ট মুরব্বীদের সহযোগিতায় ২০১৭ সালে মাদ্রাসাটি শুভ যাত্রা শুরু করে।
আলহামদুলিল্লাহ মাদ্রাসাটি একবত্সরের ভেতর যথেষ্ঠ উন্নতি লাভ করেছে,
অল্পদিনের মধ্যেই কাংখিত মঞ্জিলে পৌঁছতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী । ইনশাআল্লাহ
মাদরাসার বর্তমান অবস্থা বর্ণনা করে আগামীর পরিকল্পনা :- মাদ্রাসার শুরু থেকেই উন্নতির লক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা গ্রহন করা হয়েছে –
* একটি অত্যাধুনিক আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিস্টান হিসেবে গড়ে তোলা।
* খুব শীগ্রই দাওরায়ে হাদীস তাকমীলাদ পর্যন্ত উন্নীত করা।
* মেধা বৃত্তি প্রকল্প চালু করা,
* বিশেষ স্কলারশীপ ব্যবস্থা চালু করা
* দর্জি, সেলাই ,ও কারিগরি শিক্ষা প্রশিক্ষনের ব্যবস্থা করা।
* ফ্রি মেডিকেল সার্ভিস চালু করা।
* মেয়েদের মানসম্মত আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ চালু করা।
* গরীব অসহায়্, মেধাবী ,প্রতিবন্ধীদের জন্য ফ্রি শিক্ষার ব্যবস্থা করা।
* প্রযুক্তির, প্রযুক্তির সাহায্যে উন্নত শিক্ষার ব্যবস্থা করা।
* সর্বোপরি একজন আদর্শ মা ও একজন দ্বীনের প্রকৃত দায়ী হিসেবে গড়ে তোলার এক সুচিন্তিত ব্যবস্থাপনা চালু করা।
মাদরাসাটি যে বোর্ডের অধিনে :- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলদেশ
মাদরাসার হিসাব ব্যাবস্থা / ফান্ড:- মাদ্রাসার চারটি ফান্ড রয়েছে , (১) জেনারেল (২) গোরাবা (৩) বিল্ডিং (৪) কিতাব
বর্তমান মুহতামিম :- হাফেজ মাওলানা মাওসুফ আহমদ
বর্তমান মুহতামিমের মোবাইল নাম্বার :- 01715544018
বর্তমান শিক্ষাসচিব :- মাওলানা হেলাল আহমদ
বর্তমান শিক্ষকবৃন্দের তালিকা :- মুফতী মাহফুজ আহমদ,মাওলানা মাওলানা,হেলান আহমদ,মাওলানা আবুল ক্বায়েস,মাস্টার আবুল খায়ের মাহমুদ,ক্বারী খলীলুর রহমান ইয়ামুস
চলমান মোট ছাত্র সংখ্যা :- ৩৫
চলমান ছাত্রাবাসে অবস্থান রত ছাত্র সংখ্যা :- সম্পুর্ণ অনাবাসিক
তথ্য দানকারীর নাম :- মুফতী মাহফুজ আহমদ
তথ্য দানকারীর মোবাইল :- 01728987500
তথ্য দানকারীর ইমেইল :- Mahfuz4eva@Gmail. Com