মা’হাদ আন-নিবরাস
June 12 2019, 10:03
প্রতিষ্ঠানের নাম :- মা’হাদ আন-নিবরাস (একটি যুগোপযোগী মানসম্পন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান)
প্রতিষ্ঠানের ঠিকানা :- খুরুশকুল রোড, তারাবনিয়ারছড়া, ককসবাজার সদর, ককসবাজার
প্রতিষ্ঠা কাল :- ২০১৮
প্রতিষ্ঠাতা :- মাওলানা জিয়াউল হক
প্রতিষ্ঠাকালিন মুহতামিম :- মাওলানা জিয়াউল হক
প্রতিষ্ঠাকালিন শিক্ষাসচিব :- মাওলানা মুহাম্মদ জুনাইদ
প্রতিষ্ঠাকালিন শিক্ষকবৃন্দ :- মাওলানা আনসারুল্লাহ, মাওলানা এনায়ত উল্লাহ, মাওলানা মুহাম্মদ জুনাইদ, মাওলানা অ্যাডভোকেট রিদওয়ানুল কাবীর, মাওলানা আবদুল্লাহ্ আল-মামুন, আশেক বিন আলী
প্রতিষ্ঠাকালিন জামাত সংখ্যা,বর্তমান সমাপনী জামাত / মাদরাসা দাওরায়ে হাদিস পর্যন্ত হলে্ এর উদ্বোধনীর সন :- প্রতিষ্ঠাকালিন জামাত: ই\’দাদিয়্যাহ পর্যন্ত (ষষ্ঠ শ্রেণি- হাশতুম)
বর্তমান সমাপনী জামাত: ই\’দাদিয়্যাহ পর্যন্ত ( ষষ্ঠ শ্রেণি- হাশতুম)
প্রতিষ্ঠাকাল থেকে চলমান সময় পর্যন্ত কৃতি শিক্ষার্থীর নাম, তাদের বর্তমান সামাজিক- অবস্থান :- ২১ জন হাফেজে কুরআন পূর্ণ হিফজ সমাপন করেন এখান থেকে।
বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ এর তত্ত্বাবধানে ১০ জন শিক্ষার্থী কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে।
অত্র অঞ্চলের মানুষকে নিরক্ষরতা দূরিকরণে মাদরাসার ইতিবাচ ভূমিকা, মানুষের সামাজিক সাংস্কৃতিক দৈনতার পরিবর্তনে প্রতিষ্ঠানের অবদান :- সৈকত নগরী ককসবাজার জেলার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত মা\’হাদ আন-নিবরাস এলাকার নিরক্ষরতা দূরিকরণে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। বিশেষ করে মাদরাসা শিক্ষাকে সমাজের উচ্চ শেণির মানুষের কাছে গ্রহণযোগ্য করতে যথেষ্ট পদক্ষেপ চালিয়ে যাচ্ছে।
মাদরাসার স্বর্নোজ্বল ইতিহাস :- এক সময় যারা মাদরাসা শিক্ষাকে বেকার মনে করতেন আজ তাদের সন্তানরাই মা\’হাদ আন-নিবরাসের শিক্ষার্থী। স্বল্প সময়ের ব্যবধানে সবার কাছে গ্রহণযোগ্য একটি মডেল মাদরাসা হিসেবে প্রতিষ্ঠালাভ করেছে।
মাদরাসার বর্তমান অবস্থা বর্ণনা করে আগামীর পরিকল্পনা :- বর্তমানে মা\’হাদ আন-নিবরাস জেলার একটি মডেল মাদরাসা হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। আগামীতে সানাভিয়্যাহ পর্যন্ত খোলার পরিকল্পনা রয়েছে।
মাদরাসাটি যে বোর্ডের অধিনে :- বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ
মাদরাসার হিসাব ব্যাবস্থা / ফান্ড:- দু\’টি চাঁদা ও সদকা আলাদা ফান্ড রয়েছে।
বর্তমান মুহতামিম :- মাওলানা জিয়াউল হক
বর্তমান মুহতামিমের মোবাইল নাম্বার :- +৮৮০১৮৭৬১০১০১১
বর্তমান শিক্ষাসচিব :- মাওলানা হাফেজ ইমরানুল হক
বর্তমান শিক্ষকবৃন্দের তালিকা :- মাওলানা জিয়াউল হক,
মাওলানা আনসারুল্লাহ্,
মাওলানা এনায়ত উল্লাহ,
মাওলানা হাফেজ ইমরানুল হক,
মাওলানা সিরাজুল মুস্তফা,
মাওলানা সানা উল্লাহ,
মাওলানা হামিদ উদ্দিন,
মাওলানা ইবরাহিম খলিল,
মাওলানা হাফেজ শাহ আলম,
মাওলানা হাফেজ সালাহ উদ্দিন,
মাওলানা হাফেজ তারেক আজিজ,
মাওলানা হাফেজ হামিদুল হক,
আবদুল্লাহ মুহাম্মদ তারেক,
মুজাহিদুল ইসলাম
চলমান মোট ছাত্র সংখ্যা :- ১২৫ জন
চলমান ছাত্রাবাসে অবস্থান রত ছাত্র সংখ্যা :- ১১৭
তথ্য দানকারীর নাম :- আনসারুল্লাহ
তথ্য দানকারীর মোবাইল :- +৮৮০১৮৭৮৩৩৩৪৪৪
তথ্য দানকারীর ইমেইল :- ansarcoxbd@gmail.com