মা’হাদুত তালীম ওয়ালবুহুসিল ইসলামিয়া
October 05 2019, 03:41
প্রতিষ্ঠানের নাম :- মা’হাদুত তালীম ওয়ালবুহুসিল ইসলামিয়া (তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা)
প্রতিষ্ঠানের ঠিকানা :- ১৫০/সি ওয়াপদা রোড, পশ্চিম রামপুরা, ঢাকা।
প্রতিষ্ঠা কাল :- ২০১৪ ঈসাব্দ
প্রতিষ্ঠাতা :- মুফতী লুৎফুর রহমান ফরায়েজী
প্রতিষ্ঠাকালিন মুহতামিম :- মুফতী লুৎফুর রহমান ফরায়েজী
প্রতিষ্ঠাকালিন শিক্ষাসচিব :- মাওলানা মুহসিন খান
প্রতিষ্ঠাকালিন শিক্ষকবৃন্দ :- মুফতী লুৎফুর রহমান ফরায়েজী, মুফতী জহিরুল ইসলাম, মুফতী আশরাফুজ্জামান, মাওলানা মুহসিন খান।
প্রতিষ্ঠাকালিন জামাত সংখ্যা,বর্তমান সমাপনী জামাত / মাদরাসা দাওরায়ে হাদিস পর্যন্ত হলে্ এর উদ্বোধনীর সন :- আততাখাসসুস ফিল ফিক্বহি ওয়াল ইফতা ও মিশকাত জামাত পর্যন্ত নৈশ মাদরাসা বিভাগ।
অত্র অঞ্চলের মানুষকে নিরক্ষরতা দূরিকরণে মাদরাসার ইতিবাচ ভূমিকা, মানুষের সামাজিক সাংস্কৃতিক দৈনতার পরিবর্তনে প্রতিষ্ঠানের অবদান :- প্রতিষ্ঠানটির ইফতা বিভাগ তার অফিসিয়াল ওয়েব সাইট www.ahlehaqmedia.com এর মাধ্যমে দেশ বিদেশের মুসলমানদের জীবনঘনিষ্ট ধর্মীয় মাসায়েলের সমাধান প্রদান করে থাকে। বাংলাভাষায় সবচে\’ বেশি মাসায়েল সমৃদ্ধ ওয়েব সাইট এটি। নানা ফিরাক্বে বাতিলা থেকে নিয়ে, ইবাদাত, মুআমালাত ও আধুনিক মাসায়েল সমাধান নির্ভর একটি নির্ভরযোগ্য সাইট হিসেবে সাধারণ মুসল্লী এবং উলামায়ে কেরামগণের নিকট ব্যাপক প্রশংসিত ও গ্রহণযোগ্যতা পেয়েছে। আলহামদুলিল্লাহ।
এছাড়া মাসিক আকায়েদ ও মাসায়েল কোর্সের মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষকে দ্বীন সম্পর্কে সচেতন করে তুলতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মাদরাসার নৈশ বিভাগের মাধ্যমে জেনারেল শিক্ষিতরা ইলমে নববী শিক্ষার সুবর্ণ সুযোগ পাচ্ছে।
মাদরাসার স্বর্নোজ্বল ইতিহাস :- এ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী লুৎফুর রহমান ফরায়েজীর ভিডিও বক্তৃতা ও বাহাস মুনাজারার মাধ্যমে বাংলাদেশের নব্য লা মাযহাবী ফিতনা ও বিদআতি ফিতনা নির্মূলে ইতিবাচক সফলতা পরিলক্ষিত হয়েছে।
মাদরাসার বর্তমান অবস্থা বর্ণনা করে আগামীর পরিকল্পনা :- মাদরাসাটি বর্তমানে ফিক্বহে ইসলামী ও ফিরাক্বে বাতিলা বিষয়ক উচ্চতর গবেষণা প্রতিষ্ঠান হিসেবে ইফতা বিভাগটি ব্যতিক্রমী কার্যকরী সিলেবাসের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
ভবিষ্যতে উচ্চতর হাদীস গবেষণা বিভাগ, তাফসীর বিভাগ, আদব বিভাগ, ফিরাক্বে বাতিলা বিভাগ এবং দাওরায়ে হাদীস পর্যন্ত জামাত বিভাগ খোলার দৃঢ় পরিকল্পনা রয়েছে।
মাদরাসার হিসাব ব্যাবস্থা / ফান্ড:- মাদারাসার হিসাব বিভাগটি অভিজ্ঞ হিসাব রক্ষকের মাধ্যমে পুঙ্খানুপঙ্খভাবে সংরক্ষিত।
বর্তমান মুহতামিম :- মুফতী লুৎফুর রহমান ফরায়েজী
বর্তমান মুহতামিমের মোবাইল নাম্বার :- 008801723785925
বর্তমান শিক্ষাসচিব :- মুফতী আহসানুল ইসলাম
বর্তমান শিক্ষকবৃন্দের তালিকা :- মুফতী লুৎফুর রহমান ফরায়েজী
মুফতী আহসানুল ইসলাম
মুফতী আজীজুর রহমান ফরায়েজী
মুফতী আফজাল হুসাইন ফারূকী
মুফতী আব্দুল্লাহ আল মাসূম
মুফতী আব্দুল্লাহ আল মামুন।
চলমান মোট ছাত্র সংখ্যা :- ২৮জন।
চলমান ছাত্রাবাসে অবস্থান রত ছাত্র সংখ্যা :- ৮ জন।
তথ্য দানকারীর নাম :- মুফতী আফজাল হুসাইন ফারূকী
তথ্য দানকারীর মোবাইল :- 008801789482585
তথ্য দানকারীর ইমেইল :- ahlehaqmedia2014@gmail.com