দারুল উলুম সুড়িকান্দি ক্বওমী মাদ্রাসা
October 17 2019, 06:42
প্রতিষ্ঠানের নাম :- দারুল উলুম সুড়িকান্দি ক্বওমী মাদ্রাসা
প্রতিষ্ঠানের ঠিকানা :- সুড়িকান্দি।পোঃ- গোয়ালটা বাজার।থানা- বড়লেখা।জেলা- মৌলভীবাজার। বাংলাদেশ
প্রতিষ্ঠা কাল :- ১৯৭৫
প্রতিষ্ঠাতা :- মাওলানা মুবাশ্বির আলী।
বর্তমান সমাপনী জামাত, সানাবিয়্যাহ উলিয়া ২য় বর্ষ পর্যন্ত।
প্রতিষ্ঠাকাল থেকে চলমান সময় পর্যন্ত কৃতি শিক্ষার্থীর নাম, তাদের বর্তমান সামাজিক- অবস্থান :- ১) মাওলানা আহমদ হুসাইন। লন্ডন প্রবাসী
২)মাওলানা কামরুল ইসলাম।দুবাই প্রবাসী
৩)মাওলানা এখলাছুর রহমান।দুবাই প্রবাসী
৪) মাওলানা মাহমুদুর রহমান। সৌদিআরব প্রবাসী
৫)মাওলানা সাইফুর রহমান। ফ্রান্স প্রবাসী
৬) মাওলানা জামাল আহমদ। শিক্ষক
৭) মাওলানা জিয়া উদ্দিন। শিক্ষক
৮) মাওলানা আব্দুল মুনীম।শিক্ষক অএ মাদ্রাসা
৯)মাওলানা হানিফ আহম। শিক্ষক অএ মাদ্রাসা
১০)মাওলানা কাওছার আহমদ।শিক্ষক অএ মাদ্রাসা
১১)মাওলানা জয়নাল আবেদী। শিক্ষক
১২) মাওলানা মযনুল ইসলা। শিক্ষক
১৩) মাওলানা হাসান আহম। শিক্ষক
সহ অসংখ্য উলামায়ে কেরাম উক্ত মাদ্রাসায় লেখা-পড়া করেছেন।
মাদরাসার স্বর্নোজ্বল ইতিহাস :- আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে,১৯৭৫ সালে মৌলভীবাজার জেলার, বড়লেখা থানার,দাসের বাজার ইউনিয়নের সুড়িকান্দি গ্রামে ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান দারুলউলুম সুড়িকান্দি ক্বওমী মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। আজ থেকে ৪৪ বছর পূর্বে কুতবে দাওরান মুজাদ্দিদে জামান শায়খুল ইসলাম।হযরতুল আল্লামা শায়েখ লুৎফুর রহমান। বর্ণভী(রাহঃ) এর দোয়ার ফসলে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে।বর্তমানে পীরে কামীল হযরত মাওলানা মুফতী রশীদুর রহমান (ফারুক) সাহেবের দিক নির্দেশনায় ও দোয়ার বরকতে পরিচালিত হচ্ছে। আলহামদুলিল্লা।
মাদরাসার বর্তমান অবস্থা বর্ণনা করে আগামীর পরিকল্পনা :- শিক্ষা বিভাগ – এখানে দারুল উলুম দেওবন্দের পূর্ণ অনুসরণে দ্বীনি শিক্ষার প্রাথমিক স্হর থেকে ছানাবিয়্যাহ উলিয়া ২য় বর্ষ পর্যন্ত।নূরানী বিভাগ,হিফজুল কুরআন বি্ভাগে অত্যন্ত যত্নের সাথে শিক্ষা দেওয়া হয়। প্রতিটি বিষয়ে একদল যোগ্য দক্ষ শিক্ষকমন্ডলি দ্বারা পাঠদান করা হয়। আরবী ভাষার পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, ভূগোল, ইত্যাদি যোগপোযগি জ্ঞান- বিজ্ঞান অত্যন্ত গুরুত্বেেের সাথে পাঠদান করা হয়। শিক্ষার মান উন্নয়নকরণের লক্ষ্যে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও আাযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ ও তানজিমুল মাদারিসিল আরাবিয়া সিলেট উভয় বোর্ডের সমন্বয়ে পাঠদান দেয়া হয়। এবং পরীক্ষায় অংশ গ্রহণ করানো হয়।
#আগামী দিনের পরিকল্পনাঃ
* শিক্ষার মান আরও উন্নত করা।
*আবাসিক ছাএদের খাবারের মান উন্নত করা।
*মাদ্রাসা পর্যায়ক্রমে টাইটেল ক্লাস পর্যন্ত উন্নীত করা।
*শিক্ষা ভবন ও ছাএাবাস নির্মাণ করা।
বর্তমানে মাদ্রাসার কতৃপক্ষ শিক্ষাভবণ ও ছাএাবাস নির্মানের লক্ষ্যে ৪ তলা ভবনের পরিকল্পনার কাজ শুরু করেছ। এই ভবণ নির্মাণ করতে প্রায় তিন কোটি টাকার প্রয়োজন। মাদ্রাসার সার্বিক পরিচালনার ক্ষেএে প্রতি মাসে ব্যায় প্রায় তিন লক্ষ্য টাকা। অতএব দ্বীন দরধি মুসলমান ভাই ও বোনদের প্রতি আকুল আবেদন। আপনারা এই মহৎ কাজে শরীক হবেন – ইনশাআল্লাহ।
মাদরাসাটি যে বোর্ডের অধিনে :- *বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।*আজাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ। *তানজিমুল মাদারিসিল আরাবিয়া সিলেট।
মাদরাসার হিসাব ব্যাবস্থা / ফান্ড:- সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য মাদ্রাসার রয়েছে ২টি ফান্ড (১) জেনারেল (২) গোরাবা (লিল্লাহ)।ফান্ড গুলো পরিচালিত হয়। দেশ বিদেশী দ্বীন দরদী শিক্ষানুরাগী ভাই বোনদের, যাকাত,ফিতরা ও অন্যান্য সদকা খয়রাতের মাধ্যমে। অধিকাংশ শিক্ষাথীই গরীব ও এতিম। ফলে মাদ্রাসার লিল্লাহ বোডিং হতে তাদের আবাসিক খরচাদী নিবাহ করা হয়।
বর্তমান মুহতামিম :- মাওলানা অলিউর রহমান
বর্তমান মুহতামিমের মোবাইল নাম্বার :- ০০৮৮০১৭১৮২৫৭৯৬২/০০৮৮০১৭১৫৩৯৭৭১১
বর্তমান শিক্ষাসচিব :- মাওলানা হাফিজ মুহাম্মদ আলী
বর্তমান শিক্ষকবৃন্দের তালিকা :- বর্তমানে ১৭ জন অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা ছাএকে পাঠদান করা হয়।
চলমান মোট ছাত্র সংখ্যা :- ২৫০ জন
চলমান ছাত্রাবাসে অবস্থান রত ছাত্র সংখ্যা :- ১০০ জন
তথ্য দানকারীর নাম :- মাওলানা সাইফুর রহমান
তথ্য দানকারীর মোবাইল :- ০০৩৩৬০১১২৩০২২
তথ্য দানকারীর ইমেইল :- rsaifur110@gmail.com