জামিয়া আরাবিয়া ইসলামিয়া এমদাদুল উলুম
December 15 2019, 07:04
প্রতিষ্ঠানের নাম :- জামিয়া আরাবিয়া ইসলামিয়া এমদাদুল উলুম
প্রতিষ্ঠানের ঠিকানা :- রহমতপুর/হোমনা/কুমিল্লা
প্রতিষ্ঠা কাল :- ১৯৪৮
প্রতিষ্ঠাতা :- আল্লামা আব্দুল উহহাব পীরজী হুজুর( রহঃ)
প্রতিষ্ঠাকালিন মুহতামিম :- আল্লামা আব্দুল জাব্বার (রহঃ)
প্রতিষ্ঠাকালিন শিক্ষাসচিব :- আল্লামা মিজানুর রহমান (রহঃ)
প্রতিষ্ঠাকালিন শিক্ষকবৃন্দ :- ১/আব্দুল জাব্বার রহঃ
২/মিজানুর রহমান রহঃ
এছাড়া আরো অনেকে
প্রতিষ্ঠাকালিন জামাত সংখ্যা,বর্তমান সমাপনী জামাত / মাদরাসা দাওরায়ে হাদিস পর্যন্ত হলে্ এর উদ্বোধনীর সন :- প্রতিষ্ঠার সময় মাত্র নাহবেমীর তারপর মেশকাত এবং ১৯৯৮ সালে দাওরায়ে হাদিস খোলা হয় যা আজ অবদি বিদ্যমান
প্রতিষ্ঠাকাল থেকে চলমান সময় পর্যন্ত কৃতি শিক্ষার্থীর নাম, তাদের বর্তমান সামাজিক- অবস্থান :- ১/আল্লামা আব্দুল মোতালিব খান বর্তমানে অত্র মাদরাসার প্রিন্সিপালে দায়িত্বে আছেন
২/শাইখুল হাদিস আল্লামা তাজুল ইসলাম বর্তমানে অত্র মাদরাসার শাইখুল হাদিসের দায়িত্বে আছেন
৩/আল্লামা আব্দুল করিম (রহঃ) সাবেক মোহাদ্দেস অত্র মাদরাসা
৪/আল্লামা সামছুল হক্ব (রহঃ) সাবেক মোহাদ্দেস অত্র মাদ্রাসা
৫/জন নন্দীত ওয়ায়েজ মাওঃ ছফিউল্লাহ লহুরী/খতিব মীর হাজারিবাগ কেন্দ্রিয় জামে মসজিদ ঢাকা/নায়েবে মোহতামিম জামিয়া ইছহাকিয়া ঢাকা /মোহতামিম শ্যামগ্রাম দারুছ সুন্নাহ ইসলামিয়া মাদরাসা বি-বাড়িয়া
৬/জনপ্রিয় বক্তা মাওঃ গোলাম মোস্তফা সাহেব/খতিব শ্যমপুর কেন্দ্রিয় জামে মসজিদ/মোহাদ্দেস জামিয়া আরাবিয়া হাজি ইউনুছ কওমী মাদরাসা ঢাকা
এ ছাড়া আরো অনেক উলামায়ে কেরাম।
অত্র অঞ্চলের মানুষকে নিরক্ষরতা দূরিকরণে মাদরাসার ইতিবাচ ভূমিকা, মানুষের সামাজিক সাংস্কৃতিক দৈনতার পরিবর্তনে প্রতিষ্ঠানের অবদান :- অত্র মাদরাসা হওয়ার আগে এই এলাকায় ইসলামি শিক্ষার করুন অবস্থায় ছিল এই মাদরাসা হওয়ার পর যা আজ নেই বললেই চলে!
মাদরাসার স্বর্নোজ্বল ইতিহাস :- এই মাদরাসা হওয়ার আগে মানুষের মধ্যে শিরিক বেদআত এ ভরপুর ছিল যা এই মাদরাসা হওয়ার কারনে আজ অনেকটাই নেই
মাদরাসার বর্তমান অবস্থা বর্ণনা করে আগামীর পরিকল্পনা :- মাদরাসায় বর্তমানে দওরায়ে হাদিস পর্যন্ত আগামিতে তাতে
১/দারুল ইফতা ২/তাফছির ৩/আদব
এই বিভাগ গুলি চালু করার পরিকল্পনা রয়েছে