জামিউল উলূম বছিরমহল মাদরাসা
July 14 2020, 09:59
প্রতিষ্ঠানের নাম :- জামিউল উলূম বছিরমহল মাদরাসা
প্রতিষ্ঠানের ঠিকানা :- জামিউল উলূম বছিরমহল মাদরাসা, কর্ণিগ্রাম, রাজনগর, মৌলভীবাজার ।
প্রতিষ্ঠা কাল :- ১৯৫৭ সালে
প্রতিষ্ঠাতা :- মাওলানা আব্দুল গফুর
প্রতিষ্ঠাকালিন মুহতামিম :- মাওলানা আব্দুল গফুর
প্রতিষ্ঠাকালিন শিক্ষাসচিব :- মাওলানা আব্দুল গফুর
প্রতিষ্ঠাকালিন শিক্ষকবৃন্দ :- ৬
প্রতিষ্ঠাকালিন জামাত সংখ্যা,বর্তমান সমাপনী জামাত / মাদরাসা দাওরায়ে হাদিস পর্যন্ত হলে্ এর উদ্বোধনীর সন :- প্রতিষ্ঠাকালিন জামাত ছিল হেফজ মক্তব । বর্তমানে জামাতে জালালাইন পর্যন্ত ।
বর্তমান সামাজিক- অবস্থান :- মাওলানা আব্দুল সালাম, তিনি বর্তমানে মাদরাসার মুহতামিম ।
মাওলানা এমদাদুল হক, তিনি কিছুদিন বেফাকুল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় কর্মরত ছিলেন । বর্তমানে তিনি মাদরাসার নায়বে মুহতামিম ও নাযেমে তালিমাত আছেন ।
মাদরাসা টা শায়খুল ইসলাম আল্লামা হোসাইন আহমাদ মাদানীর খলীফা কুতুবে জামান আল্লামা লুৎফুর রহমান শায়খে বর্ণভী নিজের হাতে বাসের কোটা গেরে মাদরাসার বৃত্তি স্থাপন করেন ।
আর এটাই সবাই মনে করেন মাদরাসার স্বর্নোজ্বল ইতিহাস ।
মাদরাসার বর্তমান অবস্থা বর্ণনা করে আগামীর পরিকল্পনা :- পুরুষ বিভাগ:
মাদরাসায় বর্তমানে জামাতে জালালাইন পর্যন্ত আছে ।
মহিলা বিভাগ : পৃথক ভাবে কুদুরী জামাত পর্যন্ত আছে ।
ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৩০০ হবে ।
মাদরাসা টা মৌলভীবাজার জেলার প্রতিটি প্রতিষ্ঠানের কাছে পরিচিত । পরিচিত হওয়ার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে, মাদরাসার ছাত্র পাঠাগার মৌলভীবাজার জেলার সকল মাদরাসার ছাত্র পাঠাগারের মধ্যে প্রথম স্থানে রয়েছে ।
মাদরাসার আগামীর পরিকল্পা হলো : পর্যায়ক্রমে দাওরায়ে হাদীস পর্যন্ত ক্লাস খুলা হবে ।
মাদরাসাটি যে বোর্ডের অধিনে :- বেফাকুল আরাবিয়া বাংলাদেশ বোর্ডের অধিনে আছে ।
মাদরাসার হিসাব ব্যাবস্থা / ফান্ড:- মোটামুটি ভাবে আছে । মাদরাসায় ফান্ড রয়েছে তিনটি ১.এতিম ফান্ড ২.গরিব ফান্ড ৩.জেনারেল ফান্ড ।
বর্তমান মুহতামিম :- মাওলানা আব্দুল সালাম তালুকদার
বর্তমান মুহতামিমের মোবাইল নাম্বার :- 01722124355
বর্তমান শিক্ষাসচিব :- মাওলানা এমদাদুল হক তালুকদার
বর্তমান শিক্ষকবৃন্দের তালিকা :- ১৯ জন
চলমান মোট ছাত্র সংখ্যা :- ৩০০ জন
চলমান দাওরায়ে হাদিস ছাত্র সংখ্যা :- না
চলমান ছাত্রাবাসে অবস্থান রত ছাত্র সংখ্যা :- ১৫০ জন
তথ্য দানকারীর নাম :- মুহাম্মাদ শুয়াইব খান
তথ্য দানকারীর মোবাইল :- 01724999472 /01586250833
তথ্য দানকারীর ইমেইল :- ka1620076@gmail.com