প্রতিষ্ঠাকালীন নাম : মাদরাসায়ে তা’লিমুল কুরআন, ১১/০৫/১৯৭৫ ঈসায়ি তারিখে নামকরণ করা হয়- মাদরাসায়ে ক্বাসিমুল উলূম, অত:পর ০৫/০৪/১৯৮৪ ঈসায়ি তারিখে নামকরণ করা হয় জামেয়া ক্বাসিমুল উলূম।)
নামের উৎস : (আমিতো কেবল বন্টনকারী, আল্লাহই জ্ঞান দান করেন। – আল হাদীস )
অবস্থান : দরগাহ শাহজালাল রহ. প্রাঙ্গণ, সিলেট, বাংলাদেশ।
প্রতিষ্ঠাতা : আরিফ বিল্লাহ হাফিজ মাওলানা আকবর আলী রহ. (মৃত্যু : ২০০৫ ঈসায়ি)।
প্রতিষ্ঠায় যাদের অবদান : জামেয়া প্রতিষ্ঠার মূল প্রেরণাদাতা মুফতি মুহাম্মদ শফি রহ. অতঃপর মাজারের মোতাওয়াল্লী এ.জেড. আব্দুল্লাহ চৌধুরী দরগাহ প্রাঙ্গণে জামেয়ার জন্য ভূমি দান করেন। এছাড়াও বিশেষ অবদান রাখেন, সিলেট সরকারী আলিয়া মাদরাসার প্রবীণ শিক্ষক মাওলানা আরশাদ আলী ও মাওলানা সায়্যিদ আলী কাছাড়ী প্রমুখ।
মুহতামিম : মুফতি আবুল কালাম যাকারিয়া (১১ মার্চ 2019 তিনি ইন্তেকাল করেন )
বর্তমান মুহতামিম, শায়খুল হাদীস ও শিক্ষা সচিব : মুফতি মুহিব্বুল হক্ব গাছবাড়ি
তাকমীল ফিল হাদীসের সূচনা : ১৩৯৫ হিজরি মোতাবেক ১৯৭৫ ঈসায়ি
বিভাগ : সাবাহি মক্তব, হিফজুল কুরআন, দারসে নেজামী (ইবতেদায়ী ১ম শ্রেণী থেকে তাকমীল ফিল হাদীস), তাখাসসুস ফিল ফিক্বহি ওয়াল ইফতা, তাখাসসুস ফি উলূমিল হাদীস, কম্পিউটার বিভাগ।
শাখা : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ধুপাগুলে একটি হিফজ শাখা।
শিক্ষক সংখ্যা : ৩৩ জন কর্মচারী সংখ্যা : ২৫ জন
ছাত্র সংখ্যা : …..
ফুযালা সংখ্যা : …..
ফুযালাদের সংগঠন : আল ক্বাসিম ফুযালা পরিষদ।
বৃত্তি : বিগত ২০১০ ঈসায়ি থেকে প্রতি বছর শতাধিক ছাত্রদেরকে মেধা তালিকায় শীর্ষ হওয়া, সর্বাধিক উপস্থিতি ইত্যাদি বিষয়ে ‘আকবরী বৃত্তি’ নামে একটি বৃত্তি প্রদান করা হয়।
সাময়িকী : মাসিক আল-ক্বাসিম।
অন্যান্য খিদমাত : সমৃদ্ধ কুতুবখানা, মাওলানা আকবর আলী রহ. পাঠাগার, ফতওয়া বিভাগ, গরীব ও এতিমখানা বোর্ডিং, দাওয়াত ও তাবলিগ, জিহাদ ও সংগ্রাম, লেখালেখি, প্রকাশনা ইত্যাদি।