মাওলানা শাহ আব্দুল মুঈদ (শাহ সাহেব)
March 24 2024, 06:12
নাম :- মাওলানা শাহ আব্দুল মুঈদ (শাহ সাহেব)
জন্ম তারিখ / জন্মস্থান :- আব্দুল মুঈদ শাহ সাহেব পিতা,মরহুম শাহ আক্কাস আলী মাতা,মরহুমা কামরুন্নাহার জন্ম:১৯৩৬ ইংরেজিতে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার নিশ্চিন্তপুরের মাদানগর।
শৈশব কাল :- তিনি শৈশবকালে খুবই নম্র ভদ্র ছিলেন।
শিক্ষা জীবন :- তিনি নিজের গ্রামের মক্তব ও প্রাইমারী বিদ্যালয় পাশ করে,কুলাউড়ার বরমচাল আলীয়া মাদরাসায় মাধ্যমিক শিক্ষা অর্জন করেন,পরবর্তীতে আওলাদে রাসুল (সাঃ) বিট্রিশ বিরোধী আন্দোলনের বীরপুরুষ শায়খুল আরব ওয়াল আযম কুতবে আলম শাইখুল ইসলাম আল্লামা স্যায়িদ হুসাইন আহমদ মাদানী (রহ\’র) এর অন্যতম শাগরেদ ও খলীফা আধ্যাত্মিক জগতের রাহরব,ওলীয়ে কামিল,বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাবেক সফল সভাপতি,শাইখুল ইসলাম আল্লামা হাফিজ নুরুদ্দীন আহমদ গহরপুরী (রহ\’র) প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া গহরপুর মাদরাসা বালাগঞ্জ সিলেটে উচ্চ মাধ্যমিক শিক্ষা লাভ করেন এবং সেখান থেকে ১৯৬৬ তে দাওরায়ে হাদীস মাস্টার্স সমাপ্ত করেন।
আধ্যাত্মিক জীবনঃ
খলীফায়ে মাদানী (রহ.) কুতবে দাওরান মুজাদ্দিদে যমান,ওলীকুলের শিরোমণি,শাইখুল ইসলাম আল্লামা লুৎফুর রহমান শায়খে বরুণা (রহ.),বিশিষ্ট বুজুর্গ শাইখুল ইসলাম আল্লামা আব্দুল মতীন শায়খে ফুলবাড়ী(রহ.) গোলাপগঞ্জ সিলেট। আল্লামা হাফিজ নুরুদ্দীন আহমদ গহরপুরী (রহ.) আল্লামা আব্দুন নূর শায়খে ইন্দেশ্বরী (রহ.) রাজনগর,মৌলভীবাজার। আল্লামা নূরুল হক ধরমন্ডলী(রহ.) বি বাড়িয়া,আল্লামা গিয়াস উদ্দিন শায়খে বালিয়া (রহ.) মোমেনশাহীসহ অসংখ্য বরেণ্য বুজুর্গ আলিমেদ্বীনের সাথে আধ্যাত্মিক গভীর সম্পর্ক। ইজাজত লাভ করতে ভয় করতেন উম্মতের দায়িত্ব আদায় করতে কমি হয়ে যায় কিনা? তারপরেও ২০১৭সালে খলীফায়ে শায়খে চুরখাই (রহ.) ঐতিহ্যবাহী জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া সোবহানীঘাট মাদরাসা সিলেটের শায়খুল হাদীস বরেণ্য আলিমেদ্বীন আল্লামা আব্দুল মালিক মোবারকপুরী (দা.বা.) ইজাততনামা লিখে পাঠিয়ে দিয়েছেন হযরতের বরাবর।
সাংগঠনিক জীবন ও সিয়াসতঃ বিভিন্ন সমাজিক সংঘঠনসহ,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলার অন্যতম উপদেষ্টা ছিলেন।
কর্ম জীবন :- তিনি মনোহরপুর আনোরুল উলূম মাদরাসা কুলাউড়া,জামিয়া ইসলামিয়া নছিরগঞ্জ কুলাউড়া,জামিয়া ইসলামিয়া কর্মধা টাইটেল মাদরাসা কুলাউড়া মৌলভীবাজারসহ বিভিন্ন মাদরাসায় খেদমত করেছেন।
হযরতের ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম নিম্নেঃ
★শায়খুল হাদীস আল্লামা মুফতি আব্দুল মুক্তাদির ঢেউপাশী হাফি.
মুহতামিম নলডরী টাইটেল মাদরাসা কর্মধা কুলাউড়া মৌলভীবাজার।
★শায়খুল হাদীস আল্লামা মুফতি আব্দুর রহমান মনোহরপুরী (মনুর হুজুর) হাফি.সাবেক উস্তাদুল হাদীস জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসা সিলেট,জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসা সিলেট,জামিয়া ইসলামিয়া দারুল উলূম দেউলগ্রাম মাদরাসা বিয়ানীবাজার সিলেট। বর্তমান মুহতামিম মনোহরপুর আনোরুল উলূম মাদরাসা কুলাউড়া মৌলভীবাজার। ও শায়খুল হাদীস মেনরপার্ক মাদরাসা লন্ডন।
★মাওলানা শাহ আশরাফ আলী নিশ্চিন্তপুরী হাফি.
সিনিয়র মুহাদ্দিস ও সদরুল মুদারিসীন জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া কটারকোনা মাদরাসা কুলাউড়া মৌলভীবাজার।
★মাওলানা শায়খ নজরুল ইসলাম হাফি. মুহতামিম জামিয়া ইসলামিয়া কর্মধা টাইটেল মাদরাসা কুলাউড়া মৌলভীবাজার।
★মাওলানা আব্দুস সালাম চৌধুরী (রহ.) কানিকিয়ারী কর্মধা কুলাউড়া মৌলভীবাজারসহ প্রমুখ।
অবদান :- উনার ৫ছেলে ২ মেয়ে
★বড় ছেলে মাওলানা শাহ মামুনুর রশিদ বিশিষ্ট ব্যবসায়ী।
★২য় ছেলে মাওলানা শাহ মাহবুবুর রশিদ কানাডা প্রবাসী সাবেক মুহাদ্দিস জামিয়া মাদানিয়া দারুল উলূম বিশ্বনাথ সিলেট।
★৩য় ছেলে মাওলানা শাহ মাশুকুর রশিদ চেয়ারম্যান দারুর রাশাদ ট্রাস্ট ইউকে,সাবেক সহকারী মহাসচিব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ,সাবেক মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদরাসা মৌলভীবাজার। প্রতিষ্ঠাতা মুহতামিম দারুর রাশাদ মাদরাসা মাদানগর কুলাউড়া মৌলভীবাজার।
★মাওলানা শাহ মাহমুদুর রশিদ মুহাদ্দিস জামিয়া মদীনাতুল উলূম কালীয়ারগাও মাদরাসা মৌলভীবাজার।
★মৌলভী ক্বারী শাহ মাহফুজুর রশিদ বিশিষ্ট ব্যবসায়ী।
মৃত্যু তারিখ :- মাওলানা শাহ আব্দুল মুঈদ (শাহ সাহেব) ২৩-৭-২০২১ ইংরেজীতে ইন্তেকাল করেন।
তথ্য দানকারীর নাম :- মাহবুবুর রহমান
তথ্য দানকারীর মোবাইল :- ০১৭১৭৮৪৫৮০৫