সারা দেশের মাদ্রাসাসমূহ

মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী’র সংক্ষিপ্ত পরিচয়

June 13 2020, 08:33

নাম : মুখলিসুর রহমান রাজাগঞ্জী

জন্ম: ১০ অক্টোবর। ১৯৬৩ ঈসায়ী।

শিক্ষা: ১৯৭১-৮৫: জামেয়া রাজাগঞ্জ, জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ ও জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদরাসা।

১৯৮৬ তে তাকমীল ফিল হাদীস, জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসা।

১৯৮৭ তে পুনরায় তাকমীল ফিল হাদীস, দারুল উলুম দেওবন্দ।

শিক্ষকতা: (মুহাদ্দিস) রাজাগঞ্জ, জামেয়া মাহমুদিয়া সুবহানীঘাট, জামেয়া শাহগলী, বিশ্বনাথ, বরায়া ছিরামপুর ও বারুতখানা মাদরাসা।

সংগঠন: ১৯৯২-৯৩, সভাপতি, ছাত্র জমিয়ত সিলেট জেলা।

রাজনীতি: ১৯৮৯-২০০১, সদস্য- সিলেট জেলা জমিয়ত।

১৯৯২-২০০১: সাধারণ সম্পাদক- কানাইঘাট উপজেলা জমিয়ত।

২০০১-২০০৩,সদস্য- কেন্দ্রীয় জমিয়ত। সাহিত্যসম্পাদক- সিলেট জেলা জমিয়ত।

 

রচনা ও সম্পাদনা: গবেষণামূলক ২০৭টি প্রবন্ধ।মৌলিক রচনা: ৬টি। পৃষ্ঠা: ৩৪০।

অনুবাদ: ৩টি। পৃষ্ঠা: ৩৯২। স্মারক সম্পাদনা: ৮টি। পৃষ্ঠা: ২৫৫২। বই সম্পাদনা: ৫টি। পৃষ্ঠা: ৫৫২। সংবিধান রচনা: ৮টি। পৃষ্ঠা: ২৪৪। আল-মনসুর সম্পাদনা: ১০টি। পৃষ্ঠা: ১২৫৬। বক্তৃতা: পাঁচ শতাধিক। বয়ান: হাজার খানেক। পারিবারিকভাবে তিনি ৩ ছেলে ও ২ মেয়ের গর্বিত পিতা। ১ ছেলে ও ১ মেয়ে ইন্তিকাল করেন।

 

জামেয়া আয়শা সিদ্দীকা রা. সিলেট, জাহানপুর, মেজরটিলার প্রতিষ্ঠাতা মুহতামিম ২০০৩-বর্তমান। হযরতের হায়াতে আল্লাহপাক বারাকাহ দান করুন। আমীন।

 

তথ্যদাতা : মাওলানা লুকমান হাকীম

Spread the love