আল্লামা আব্দুল মুছব্বির হাফি.
July 04 2023, 10:04
নাম :- আল্লামা আব্দুল মুছব্বির হাফি.
জন্ম তারিখ / জন্মস্থান :- ১৩৪৪বাংলা সনের ১২মাঘ মোতাবেক ১৯৩৮ ঈসায়ী সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়ের দেউলগ্রামে জন্মগ্রহণ করেন পিতার নাম: মরহুম মুন্সী মাহমুদ আলী মাতার নাম: কুটিনা বিবি
শৈশব কাল :- হযরত শৈশবকালে খুবই নম্র ভদ্র ছিলেন।
শিক্ষা জীবন :- মক্তব ও প্রাথমিক শিক্ষাঃ মহান এ কীর্তিমান পুরুষ মক্তবের শিক্ষা গ্রহণ করেন মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে।তবে প্রাক-প্রাথমিক শিক্ষা শুরু করেন ১২বছর বয়সে,তিনি ১২বছর বয়সে নিজ গ্রামের পূর্বমহল্লা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হোন,দেউলগ্রাম পূর্ব মহল্লা নিজ নানা বাড়িতে থেকে লেখা পড়া করতেন,প্রখর মেধার অধিকারী হওয়ার দরুণ মাত্র দু,তিন বছরে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন।
মাদরাসা শিক্ষাঃ অত্যন্ত কৃতিত্ব ও সফলতার সাথে সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হোন,অতঃপর বংশীয় ও ধার্মিকতার প্রভাবে ও বাবা,মায়ের স্বপ্ন পূরণের লক্ষে পরিবারের সকলের পরামর্শে উনার বড় ভাই মাওলানা শায়খ আব্দুন নূর ক্বাসিমী (রহ.) বৃহত্তর সিলেটের প্রাচীনতম দাওরায়ে হাদীস মাদরাসা জামিয়া ইসলামিয়া দারুল উলূম দেউলগ্রামে ভর্তি করে দেন,কালজয়ী এ নববী কানুনে যুগসেরা বরেণ্য একঝাক উলামাদের কাছ থেকে ইলমে ওহীর মধু আহরণ করেন,দেউলগ্রাম মাদরাসায় তিনি নাহবেমীর জামাত পর্যন্ত পড়ালেখা করেন,প্রতিটি ক্লাসে ১ম স্হান ও ২য় স্হান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন,অতঃপর উনার বড়ভাই আল্লামা আব্দুন নূর ক্বাসিমী (রহ.) ও উনার মামা বৃহত্তর সিলেটের অন্যতম শায়খুল হাদীস আল্লামা ওয়ারিস উদ্দীন হাজীপুরী (রহ.) উনাদের পরামর্শে তখনকার যুগের বৃহত্তর সিলেটের সবচেয়ে বড় নামকরা বাহরুল উলূম,যুগশ্রেষ্ঠ আলিমেদ্বীন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি (রহ.) শাগরিদ শায়খুল হাদীস খ্যাতিমান আলিমেদ্বীন আল্লামা রিয়াসত আলী চকরিয়া (রহ.) এর প্রতিষ্ঠিত ঢাকাউত্তর রাণাপিং আরাবিয়া হুসাইনিয়া মাদরাসা গোলাপগঞ্জে ভর্তি হোন,সেখানে তিনি হেদায়তুন্নাহু অর্থাৎ সাফেলা চাহারম থেকে (১৯৬৩ ঈসায়ীতে) দাওরায়ে হাদীস পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে লেখা পড়া সমাপ্ত করেন।
হযরতের দাওরায়ে হাদীস জামাতের উস্তাদ
শায়খুল হাদীস আল্লামা রিয়াসত আলী চকরিয়া (রহ.)
শায়খুল হাদীস আল্লামা শায়খ তাহির আলী তহিপুরী (রহ.)
সদরে এদারা আমিরে জমিয়ত শায়খুল হাদীস আল্লামা হুসাইন আহমদ বারকোটি (রহ.)
শায়খুল হাদীস আল্লামা জমশেদ আলী (রহ.) মিজারগড়
তাছাড়া রানাপিং মাদরাসায় হযরতের আরো উস্তাদ ছিলেন
শায়খুল হাদীস আল্লামা উবায়দুল হক সাবেক এমপি (মইনার হুজুর রহ.)
আল্লামা মুস্তাকিম আলী (রহ.) দেউলগ্রাম
আল্লামা সিকান্দার আলী (রহ.) সাবেক মুহতামিম ঢাকাউত্তর রানাপিং হুসাইনিয়া মাদরাসা টিকরপাড়া বিয়ানীবাজার সিলেট।
মাওলানা মনোহর আলী (রহ.) বর্ণী
মাওলানা মকম্মল আলী চান্দগামী (রহ.)
মাওলানা আব্দুর রশীদ টাইটেলী (রহ.) সহপ্রমুখ
দেউলগ্রাম মাদরাসায় হযরতের উস্তাদের মধ্যে কয়েকজনের নাম নিম্নেঃ
মাওলানা সাখওয়াতুল আম্বিয়া (রহ.) বানীগ্রাম গোলাপগঞ্জ
মাওলানা আব্দুল আজিজ (রহ.) দিঘলবাক,শেওলা,,তিনি ঐতিহ্যবাহী জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসা সিলেটের সিনিয়র মুহাদ্দিস শায়খুল হাদীস আল্লামা এজাজ আহমদ শেওলার হুজুর হাফি.এর পিতা
মাওলানা আব্দুর রহীম শেরপুরী (রহ.)
মাওলানা ফয়জুর রহমান ছবিলপুরী (রহ.)
মাষ্টার আব্দুর রশিদ (রহ.) কালাপুরসহ প্রমুখ।
কর্ম জীবন :- ১৩৬৪ হিজরীর জিলক্বদ মাসে ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলূম দেউলগ্রাম মাদরাসা বিয়ানীবাজার সিলেটে শিক্ষক হিসাবে নিয়োগ পান,তখনকার সময় দেউলগ্রামের মুহতামিম ছিলেন আল্লামা মু\’তাসিম আলী (রহ.) ঘেচুয়া জকিগন্জ সিলেট,পাশাপাশি তাকে নাজিমে কুতুবখানার দায়িত্ব দেওয়া হয় শিক্ষকতার সূচনায় তার নেসাব ছিলো কাফিয়া,নাহবেমীর,ইলমুচ্ছিগা ইত্যাদি নিয়োগের সময় তার বেতন ছিলো মাত্র চল্লিশ টাকা,,তার উন্নিতর অগ্রযাত্রা দেখে দেউলগ্রাম মাদরাসার মুহতামিম সদরে জমিয়ত সদরে এদারা আল্লামা হুসাইন আহমদ বারকোটি (রহ.) নিজ শাগরিদকে ১৩৯২ বাংলা ১৯৭২ ঈসায়ীতে দেউলগ্রাম মাদরাসার নাযিমে আলা অর্থাৎ শিক্ষাসচিবের দায়িত্ব দেন,দায়িত্ব পাওয়ার পর যেনো এ জামিয়া বিচক্ষণ অভিভাবক খোঁজে পেলো,তার পরিচালনার মধ্যেমে জামিয়া দিন দিন আরো উন্নিতর দিকে এগিয়ে যায়,
এহতেমামের দায়িত্বঃ ১৩৬৪ থেকে ১৩৯২ হিজরী পর্যন্ত ২৮ বছরে মোট ৮ জন মুহতামিমের দায়িত্ব পালন করেন,,এলাকাবাসী ও মুরব্বীগণ ও মাদরাসার দায়িত্বশীলদের পরামর্শে ১৯৭৩ ঈসায়ীতে হযরতকে মুহতামিমের দায়িত্ব দেওয়া হয় মধ্যখানে তিনি কয়েকবছর কোনো কারণবশত দায়িত্ব থেকে অব্যাহতি নিলে পর্যায়ক্রমে দেউলগ্রাম মাদরাসার মুহতামিমের দায়িত্বপালন করেনঃ
শায়খুল হাদীস আল্লামা নজির হুসাইন প্রথমপাশী (হাফি.)
মাওলানা আব্দুল ওয়াহাব হাফি.দেউলগ্রাম মোল্লাবাড়ী
শায়খুল হাদীস মাওলানা আব্দুল আউয়াল নাগপুরী হাফি.বর্তমান সিনিয়র মুহাদ্দিস দেউলগ্রাম মাদরাসা ও শায়খুল হাদীস মাদানিয়া মাদরাসা কটলিপাড়া গোলাপগঞ্জ সিলেট।
পরবর্তীতে হযরতকে আবারও জামিয়া দেউলগ্রামের মুহতামিমের দায়িত্ব দেওয়া হয়,১৯৭৩ ঈসায়ী হতে আজ ১৪৪৪/৪৫ হিজরী ২০২৩ ইংরেজী পর্যন্ত দেউলগ্রাম মাদরাসার মুহতামিমের দায়িত্ব পালন করে আসতেছেন,(মধ্যেখানে কয়েকবছর ব্যাতীত) তিনি দীর্ঘদিন থেকে বুখারী শরীফের কিছু অংশের দরস দিয়ে আসতেছেন,,উনি নিজেকে প্রচার করতে মোটেই পছন্দ করেন না।
খেলাফতঃ কুতবে আলম শায়খুল আরব ওয়াল আযম বিট্রিশবিরোধী আন্দোলনের বীরপুরুষ পুরুষ আওলাদে রাসুল (সা.) আল্লামা স্যায়িদ হুসাইন আহমদ মাদানী (রহ.) অন্যতম খলীফা আল্লামা আব্দুল জলীল বদরপুরী (রহ.) এর নিকট বয়াত হোন পরবর্তীতে ১৯৭২ ইংরেজিতে রমজান মাসের ২৭ তারিখ এতেকাফ অবস্হায় খেলাফত লাভ করেন।
অবদান :- শায়খুল হাদীস আল্লামা আব্দুল মুছব্বির হাফি.এর অসংখ্য ছাত্র দেশ-বিদেশের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে দ্বীনের খেদমত করে আসতেছেন
তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম নিম্নেঃ
★মাওলানা মুহিবুর রহমান (রহ.) মেওয়া বিয়ানীবাজার সিলেট
ফকীহে যমান শায়খুল হাদীস আল্লামা মুফতি মুজিবুর রহমান( হাফি.)
★শায়খুল হাদীস ও প্রধান মুফতী জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর বিয়ানীবাজার সিলেট ও সাবেক শায়খুল হাদীস দেউলগ্রাম মাদরাসা।
★ শায়খুল হাদীস আল্লামা মুফতি জালাল উদ্দীন তালবাড়ী( হাফি.)
শায়খুল হাদীস ও প্রধান মুফতী দারুসসুন্নাহ মুরাদগন্জ টাইটেল মাদরাসা বিয়ানীবাজার সিলেট ও সাবেক সানী শায়খুল হাদীস ও প্রধান মুফতী দেউলগ্রাম মাদরাসা।
★মাওলানা কাওছার আহমদ শায়খুল হাদীস আকুনী মাদরাস।
★মাওলানা উবায়দুল্লাহ মাশুক (রহ.) কটলিপাড়া গোলাপগঞ্জ সিলেট
★মাওলানা খলীলুর রহমান মেওয়া বিয়ানীবাজার সিলেট
★শায়খুল হাদীস মাওলানা আব্দুল আউয়াল নাগপুরী (হাফি.)
সিনিয়র মুহাদ্দিস দেউলগ্রাম মাদরাসা।
★মাওলানা এনামুল হক বহরগ্রামী (হাফি.)
যুগ্ম মহাসচিব আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ ও মুহতামিম জামিয়া ইসলামিয়া বহরগ্রাম গোলাপগঞ্জ সিলেট।
★ শায়খুল হাদীস মাওলানা হেলাল আহমদ হাফি. ঘোষগাও গোলাপগঞ্জ সিলেট। নির্বাহী মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস দেউলগ্রাম মাদরাসা।
★মাওলানা রেজাউল করীম জালালী সিলেট
নায়বে আমীর বাংলাদেশ খেলাফত মজলিস ও নির্বাহী সদস্য হেফাজতে ইসলাম বাংলাদেশ।
★ আন্তর্জাতিক ওয়াইজ মাওলানা তাফাজ্জুল হক আজিজ হাফি.ঢাকা।
★সিলেটের প্রসিদ্ধ ওয়াইজ মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী হাফি.
মুহতামিম জামিয়া ইসলামিয়া রাজাগঞ্জ কানাইঘাট সিলেট।
★ মাওলানা মুফতি আকবর হুসাইন বানীগ্রামী হাফি.
শিক্ষাসচিব ও সহকারী শায়খুল হাদীস ঢাকাউত্তর রানাপিং আরবিয়া হুসাইনিয়া মাদরাসা গোলাপগঞ্জ সিলেট ও সাবেক শিক্ষাসচিব ও সিনিয়র মুহাদ্দিস দেউলগ্রাম মাদরাসা।
★মাওলানা মুফতি হা.রশিদ আহমদ জামালগন্জী (হাফি.)
সানী শায়খুল হাদীস ও প্রধান মুফতী জামিয়া ইসলামিয়া দরগাহে হযরত শাহপরান (রহ.) মাদরাসা সিলেট ও সাবেক সিনিয়র মুহাদ্দিস ও সহকারী নাজিমে তালীমাত দেউলগ্রাম মাদরাসা।
★মাওলানা মুফতি আশরাফুল হক শমশেরনগরী (হাফি.)
সিনিয়র মুহাদ্দিস ও প্রধান মুফতী দেউলগ্রাম মাদরাসা।
★মাওলানা হাফিজ তজম্মুল আমীন (হাফি.)
শিক্ষাসচিব ও সিনিয়র মুহাদ্দিস জামিয়া মাহমুদিয়া সোবহানীঘাট সিলেট।
★মাওলানা হাফিজ আলী আহমদ বহরগ্রামী (হাফি.)
মুহাদ্দিস ও সহকারী নাজিমে তালীমাত দেউলগ্রাম মাদরাসা।
★মাওলানা হাফিজ নাজমুল ইসলাম সাদিক নবীগঞ্জী (হাফি.)
সাবেক সহকারী নাজিমে তালীমাত ও মুহাদ্দিস দেউলগ্রাম মাদরাসা।
★মাওলানা আব্দুল হাকিম
মুহতামিম জামিয়া ইসলামিয়া মারকাজুল উলূম মেজরটিলা সিলেট।
★মাওলানা রিয়াজ উদ্দীন
নায়বে মুহতামিম জামিয়া মুহাম্মাদিয়া হাড়িকান্দি জকিগন্জ সিলেট।
★মাওলানা শফীকুল হক চারাবই
মুহতামিম আটগন্জ মাদরাসা বিয়ানীবাজার সিলেট।
★মাওলানা আব্দুল আজিজ বাহুবল হবিগঞ্জ।
★মাওলানা আব্দুল কাদির শেরমস্তপুরী
মুহতামিম শেরমস্তপুর মাদরাসা জামালগঞ্জ সুনামগঞ্জ।
★মাওলানা মুহাম্মদ পালপাড়ী
মুহাদ্দিস দেউলগ্রাম মাদরাসা ও সাবেক মুহাদ্দিস জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলূম শাহবাগ জকিগন্জ সিলেট।
★মাওলানা হুসাইন আহমদ জাকির তালবাড়ী
মুহাদ্দিস জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলূম শাহবাগ জকিগন্জ সিলেট।
★মাওলানা আলী আহমদ শাহবাগী
মুহাদ্দিস দারুসসুন্নাহ মুরাদগন্জ বিয়ানীবাজার সিলেট।
★মাওলানা মুফতি আজমল হুসাইন খাড়াভড়া বিয়ানীবাজার
মুহাদ্দিস দেউলগ্রাম মাদরাসা।
★ মাওলানা হুসাইন আহমদ ফতেহপুরী সুনামগঞ্জ
মুহাদ্দিস দেউলগ্রাম মাদরাসা।
★মাওলানা মুফতি আইনুল হক ক্বাসিমী
বিশিষ্ট লেখক ঢাকা।
★বিশিষ্ট ওয়াইজ মাওলানা আব্দুর রহীম জিহাদী মানিকোনা।
★মাওলানা ওয়েস আহমদ
প্রবীণ উস্তাদ জামিয়া দ্বীনিয়া আসআদুল উলূম রামধা বিয়ানীবাজার সিলেট।
★মাওলানা খায়রুল হোসেন
চেয়ারম্যান আল ফালাহ টাওয়ার সিলেট।
★মাওলানা গিয়াস উদ্দিন
স্বাত্তাধিকারী মাহমুদিয়া লাইব্রেরী কুদরতুল্লাহ মার্কেট সিলেট।
★মাওলানা মুজিবুল হক
মুহতামিম মাদানিয়া টাইটেল মাদরাসা কটলিপাড়া গোলাপগঞ্জ সিলেট।
★মাওলানা আব্দুল হালীম
মুহতামিম জামিয়া মাদানিয়া আমুড়া ডামপাল গোলাপগঞ্জ সিলেট।
★মাওলানা হাফিজ বদরুল ইসলাম কোনাগ্রামী
সিনিয়র শিক্ষক দেউলগ্রাম মাদরাসা।
★মাওলানা আতিকুর রহমান কালিজুরী
প্রবীণ উস্তাদ দেউলগ্রাম মাদরাসা।
★মাওলানা মুফতি তাহির হুসাইন মাসুম (রহ.) দেউলগ্রামী
★মাওলানা মুফতি হা.আব্দুল মালিক (রহ.)
সাতবাক,চরিপাড়া কানাইঘাট সিলেট।
★মাওলানা কাওছার আহমদ
মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া বুধবারীবাজার মাদরাসা গোলাপগঞ্জ সিলেট ও সাবেক মুহাদ্দিস জামিয়া মানযারুল ইসলাম দারুল হাদীস দলইরগাও কোম্পানীগন্জ সিলেট
★মাওলানা মুফতি হারুনুর রশিদ সিদ্দিকী
মুহাদ্দিস পাটলী দারুল উলূম মাদরাসা জগন্নাথপুর সুনামগঞ্জ ও
সাবেক মুহাদ্দিস জামিয়া রাহমানিয়া মৌলভীবাজার।
★মাওলানা মুফতি ফয়জুল হাসান চৌধুরী
রানাপিং মাদরাসাসহ হযরতের অসংখ্য ছাত্র রয়েছেন
সবাই দোয়া করবেন আল্লাহ হযরতকে নেক হায়াত দান করেন আমীন।
মোবাইল :- আল্লামা আব্দুল মুছব্বির হাফি. এর মোবাইল নম্বর ০১৮১৯৫৯৭০৪০
তথ্য দানকারীর নাম :- আরিফ রাব্বানী
তথ্য দানকারীর মোবাইল :- ০১৭১৭৯৪৭৫৬১ এটি জামিয়ার নায়বে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস শায়খুল হাদীস মাওলানা হেলাল আহমদ হাফি.এর নম্বর