জামিয়া ইসলামিয়া আতিকিয়া বায়নগর
February 26 2020, 06:07
প্রতিষ্ঠানের নাম :- জামিয়া ইসলামিয়া আতিকিয়া বায়নগর
প্রতিষ্ঠানের ঠিকানা :- বায়নগর দাউদকান্দি কুমিল্লা
প্রতিষ্ঠা কাল :- ১৯৪৬
প্রতিষ্ঠাতা :- মাওলানা আতিকুর রহমান সাহেব
প্রতিষ্ঠাকালিন মুহতামিম :- মাওলানা আতিকুর রহমান সাহেব
প্রতিষ্ঠাকালিন জামাত সংখ্যা,বর্তমান সমাপনী জামাত / মাদরাসা দাওরায়ে হাদিস পর্যন্ত হলে্ এর উদ্বোধনীর সন :- মক্তব বিভাগ থেকে শুরু হয়েছে বর্তমানে সর্বোচ্চ জামাত দাওরায়ে হাদিস পর্যন্ত চলমান দাওরায়ে হাদিসের মোবারক হাদিসের দরস শুরু হয়েছে 2018 ইংরেজি শিক্ষাবর্ষ
প্রতিষ্ঠাকাল থেকে চলমান সময় পর্যন্ত কৃতি শিক্ষার্থীর নাম, তাদের বর্তমান সামাজিক- অবস্থান :- ১/মুফতি আজহারুল ইসলাম সাহেব
প্রবর্তক ইজরায়ের পদ্ধতিতে নাহু সরফ প্রশিক্ষণ কোর্স
২/মুফতি আশেক এলাহী
ইমাম গোপালদী কেন্দ্রীয় জামে মসজিদ সিনিয়র ওস্তাদ আল-জামিয়াতুল ফারুক হোসাইনাবাদ লক্ষ্মীবরদি আড়াইহাজার নারায়ণগঞ্জ
৩/মাওলানা শাহাদাত হোসাইন সাহেব
শিক্ষক অত্র জামিয়া
আরো বহু ওলামায়ে কেরাম এই প্রতিষ্ঠান থেকে লেখাপড়া শেষ করে দেশের বিভিন্ন জায়গায় দ্বীনের খেদমতে নিয়োজিত রয়েছেন
অত্র অঞ্চলের মানুষকে নিরক্ষরতা দূরিকরণে মাদরাসার ইতিবাচ ভূমিকা, মানুষের সামাজিক সাংস্কৃতিক দৈনতার পরিবর্তনে প্রতিষ্ঠানের অবদান :- অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন সময় থেকেই অত্র এলাকার সামাজিক নিরক্ষরতা সহ বিভিন্ন ইসলামিক কার্যক্রমের প্রতিরোধে বিভিন্ন সময়ে বিভিন্ন ভূমিকা পালন করে এসেছেন এবং অত্র এলাকার মুসলমানদের আমল-আখলাক নৈতিকতা উন্নতির জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম আঞ্জাম দিয়ে আসছেন তারই ধারাবাহিকতায় প্রতিবছর অত্র মাদ্রাসার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় বিশাল ইসলামী জলসা এবং বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ের উপর সেমিনার অনুষ্ঠিত হয় যার ফলে অত্র এলাকার সামাজিক অবস্থা এবং মানুষের নিরক্ষরতা দূরীকরণে মাদ্রাসার ইতিবাচক ভূমিকা পরিলক্ষিত হয়
মাদরাসার স্বর্নোজ্বল ইতিহাস :- অত্র মাদ্রাসা বিগত অর্ধশতাব্দীরও উপরে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের চাহিদা পূরণে ধর্মীয় শিক্ষার খেদমত আঞ্জাম দিয়ে আসছেন যার ফলে অত্র মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে অসংখ্য ওলামায়ে কেরাম দ্বীনি খেদমত আঞ্জাম দিচ্ছেন
মাদরাসার বর্তমান অবস্থা বর্ণনা করে আগামীর পরিকল্পনা :- বর্তমানে মাদ্রাসা মক্তব বিভাগ থেকে নিয়ে পুরুষরা খায় ফজিলত জামাত পর্যন্ত চালু রয়েছে এবং মহিলা শাখায় সর্বোচ্চ জামাত দাওরায়ে হাদিস এর ক্লাস চলমান এবং বিগত বছরগুলোতে অত্র প্রতিষ্ঠান থেকে ছাত্ররা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা বোর্ড বেফাকুল আরাবিয়া বাংলাদেশ এর কেন্দ্রীয় পরীক্ষায় সম্মানজনক রেজাল্ট অর্জন করছেন ভবিষ্যতে মাদ্রাসার প্রশাখা সর্বোচ্চ পর্যন্ত করার পরিকল্পনা রয়েছে এবং এবং ধর্মপ্রাণ মুসলমানদের চাহিদা অনুযায়ী তিনি আরও বিভিন্ন খেদমত চালু করার পরিকল্পনা রয়েছে আল্লাহতায়ালা যেন মাদ্রাসার যত পরিকল্পনা রয়েছে সেগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন
মাদরাসাটি যে বোর্ডের অধিনে :- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ
মাদরাসার হিসাব ব্যাবস্থা / ফান্ড:- মাদ্রাসার বর্তমান হিসাব ব্যবস্থা সরকারি অডিট এর অধীনে চলমান মাদ্রাসার কয়েকটি ফান্ড রয়েছে সাধারণ ফান্ড গোরাবা ফান্ড কিতাব ক্রয় বাবদ সহ আরো কয়েকটি রয়েছে
বর্তমান মুহতামিম :- মাওলানা আনোয়ার উল্লাহ
বর্তমান মুহতামিমের মোবাইল নাম্বার :- 01714 575 295
বর্তমান শিক্ষাসচিব :- মাওলানা বোরহান উদ্দিন
বর্তমান শিক্ষকবৃন্দের তালিকা :- বর্তমানে মাদ্রাসার শিক্ষক সংখ্যা প্রায় 30
তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বর্তমানে মাদ্রাসার মুহতামিম এর দায়িত্ব পালন করছেন হযরত মাওলানা আনোয়ার উল্লাহ নাজেমে তালিমাত মাওলানা বোরহান উদ্দিন এছাড়াও মাদ্রাসায় শিক্ষকতা পালন করছেন মাওলানা মুফতি আমির হোসেন মাওলানা সোলাইমান মাওলানা হুমায়ুন কবির মাওলানা আমিন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ
চলমান মোট ছাত্র সংখ্যা :- প্রায় পাঁচশত
চলমান দাওরায়ে হাদিস ছাত্র সংখ্যা :- 12 জন
চলমান ছাত্রাবাসে অবস্থান রত ছাত্র সংখ্যা :- প্রায় 300
তথ্য দানকারীর নাম :- মোঃ আশেক এলাহী
তথ্য দানকারীর মোবাইল :- 0186 37 88536
তথ্য দানকারীর ইমেইল :- abusalman52013@gmail.com