কদমতলী জামিয়া ইসলামিয়া সিলেট
September 18 2019, 09:06
প্রতিষ্ঠানের নাম :- কদমতলী জামিয়া ইসলামিয়া সিলেট
প্রতিষ্ঠানের ঠিকানা :- ২৬ নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন সিলেট
প্রতিষ্ঠাকাল :- জানুয়ারি ২০০০৮ ইং
প্রতিষ্ঠাতা :- আলহাজ্ব মকসুদ বক্ত
প্রতিষ্ঠাকালিন মুহতামিম :- মুফতী মুজির উদ্দীন (দাঃ বাঃ)
প্রতিষ্ঠাকালিন শিক্ষাসচিব :- মাও. আতাউর রহমান
প্রতিষ্ঠাকালিন শিক্ষকবৃন্দ :- মাও. ইসমাঈল আহমদ, মাও. এখলাছুর রহমান, মাও. ইমাম উদ্দীন, হা. মাও. নূর মোহামদ, মাও. আজিম উদ্দীন প্রমুখ
নূরানী প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত। বর্তমানে নূরানী ১ ম শ্রেণী থেকে ইবতেদায়ী ৫ ম বর্ষ এবং হিফজ বিভাগ। হিফজ বিভাগ ২০১০ সালে চালু করা হয়।
মানুষের সামাজিক সাংস্কৃতিক দৈনতার পরিবর্তনে অত্র জামিয়া বিভিন্ন উদ্যোগ গ্রহন করে আসছে। তন্মধ্যে উল্লেখযোগ্য কিছু নিন্মে দেয়া হল : ১. হতদরিদ্র, অসহায়, গরীব, এতিম বাচ্চাদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা প্রদান করাসহ ফ্রিতে থাকা-খাওয়া এবং শিক্ষা সামগ্রীও দেয়া হয়। ২. প্রতি সোমবার বাদ আসর শিক্ষক-ছাত্র কর্তৃক দাওয়াতি কাজ (তাবলিগ)-এ অংশগ্রহন।
৩. নিয়মিত পিটি ও শরীরচর্চার প্রতি বিশেষ যত্নদান।
৪. পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়।
৫. জাতীয় সমস্যা দূর করতে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন ইত্যাদি।
কমদতলী জামিয়া ইসলামিয়া সিলেট প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করার ফলে অতি অল্প সময়ে এই প্রতিষ্ঠানটির সুনাম-সুখ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়ে। সার্বিক দিক বিবেচনায় এই প্রতিষ্ঠানটি উলামায়ে কেরাম ও সুধী মহলের কাছে ব্যাপকভাবে সমাদৃত।
বিশেষ করে প্রতিষ্ঠানটি সিলেটের প্রাণকেন্দ্রে হওয়ায় বড় বড় উলামায়ে কেরামসহ মন্ত্রী-এমপিরাও এখানে পদচারণ করেন। অপরদিকে সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর আন্তরিক প্রচেষ্টার ফলে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেফাক, এদারা, তানজিম, রাবেতা, নূরানী, মাদানি বোর্ডসমূহের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরিক্ষা সমূহে ভিবিন্ন মারহালায় মেধা তালিকায় সম্মানজনক স্থান অর্জন করে আসছে।
পরিকল্পনা :- জামিয়ায় নূরানী বিভাগ, ইবতেদায়ী বিভাগ ও হিফজ বিভাগ বোর্ডিং সহ চালু আছে।
আগামীতে ক্লাস বৃদ্ধিসহ, হিফজ বিভাগকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে।
মাদরাসাটি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, আযাদ দ্বীনি এদারা তা\’লীম বাংলাদেশ, নূরানী তা\’লীমুল কুরআন বোর্ড সিলেট বাংলাদেশ, মাদানিয়া ক্বোরআন শিক্ষাবোর্ড বাংলাদেশ, রাবেত্বাতুল মাদারিসিল ইসলামিয়া বাংলাদেশ, তানজিমুল মাদারিস সিলেট বিভাগ বোর্ডসমূহের অধিনে রয়েছে।
মাদরাসার হিসাব ব্যাবস্থা / ফান্ড:- দুটি ফান্ড রয়েছে। ১.জেনারেল, ২.গোরাবা।
বর্তমান মুহতামিম :- ক্বারী মাও. শাহিদুর রহমান
বর্তমান মুহতামিমের মোবাইল নাম্বার :- 01711370853
বর্তমান শিক্ষাসচিব :- মাও. নজরুল ইসলাম
বর্তমান শিক্ষকবৃন্দের তালিকা :- ক্বারী মাও. শাহিদুর রহমান, মাও. নজরুল ইসলাম, হাফেজ মাও. জাহিদুল ইসলাম, মাও. তৈয়বুর রহমান, মাও. রইছ উদ্দীন, হাফেজ মাও. আলীম উদ্দীন, মাও. শাব্বির আহমদ, হাফেজ ইয়াহইয়া আহমদ, মাস্টার যুবায়ের আহমদ।
চলমান মোট ছাত্র সংখ্যা :- ১৯৫ জন
চলমান ছাত্রাবাসে অবস্থান রত ছাত্র সংখ্যা :- ৩৫ জন
তথ্য দানকারীর নাম :- শামসুল আদনান
তথ্য দানকারীর মোবাইল :- 01764222670
তথ্য দানকারীর ইমেইল :- shamsul.adnan99@gmail.com