সারা দেশের মাদ্রাসাসমূহ

জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রাম

June 10 2019, 09:56

প্রতিষ্ঠানের নাম :- জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রাম

প্রতিষ্ঠানের ঠিকানা :- আযিযাবাদ(হাজিরপুল),চান্দগাঁও,চট্টগ্রাম ৪০০০

প্রতিষ্ঠা কাল :- ১৯৮৫ ঈসায়ী

প্রতিষ্ঠাতা :- আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভি

প্রতিষ্ঠাকালিন মুহতামিম :- 

প্রতিষ্ঠাকালিন শিক্ষকবৃন্দ :-

১. আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভি
২. আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল
৩. ড. রশীদ জাহেদ
৪. হাফেয আল্লামা জুনাইদ বাবুনগরী
৫. মাস্টার আহমদ সাঈদ
সূত্র: আমার জীবন কথা, লেখক, আল্লামা যওক নদবি

 

প্রতিষ্ঠাকালিন জামাত সংখ্যা,বর্তমান সমাপনী জামাত / মাদরাসা দাওরায়ে হাদিস পর্যন্ত হলে্ এর উদ্বোধনীর সন :-

প্রতিষ্ঠাকালীন সময়ে  ’আল মা’হাদুল আ’লী লিল আদবিল আরবি’ ও ‘কিসমুদদাওয়াহ আল-ইসলামিয়া’ খোলা হয়।
১৪১১-১২ হিজরি হতে দাওরায়ে হাদিস এবং পরবর্তি বৎসর হতে জামেইয়্যা সমাপনি বর্ষ  চালু করা হয়। বর্তমানে ২বৎসর মেয়াদী ইফতা কোর্সও চালু আছে।

প্রতিষ্ঠাকাল থেকে চলমান সময় পর্যন্ত কৃতি শিক্ষার্থীর নাম, তাদের বর্তমান সামাজিক- অবস্থান :- মরহুম ড. জসীমুদ্দীন নদবি, সাবেক সহকারী পরিচালক, জামেয়া দারুল মা\’আরিফ।
ড. মাও. মুস্তফা কামিল মাদানি, প্রফেসর, আইআইইউসি।
ড. মাও. সাদিক হুসাইন, লেখক,অীনুবাদ ও কর্মকর্তা, বাংলাদেশ দূতাবাস, রিয়াদ।
শেখ সাইফুল্লাহ মাদানি, দায়ী ও সেক্রেটারী, আল-ঈমান সোসাইটি,কক্সবাজার।
মাওলানা নুরুল আমীন মদনি, মুহাদ্দিস, দারুল মা\’আরিফ।
মাওলানা আমীনুল্লাহ, মুহাদ্দিস, দারুল মা\’আরিফ।
ড. মাওলানা নুরুল আমীন নুরী, সহকারী অধ্যাপক, চবি চট্টগ্রাম
মাওলানা ইনআমুল হক মদনি, দায়ী ও মুহাদ্দিস, দারুল মা\’আরিফ।
মাও. শুয়াইব মক্কী, গবেষক ও কর্মকর্তা, বাংলাদেশ হজ্ব মিশন, সৌদিআরব।
মাওলানা মুহাম্মদ আফিফ ফুরকান , দায়ী ও মুহাদ্দিস, দারুল মা\’আরিফ। মহাসচিব, আন্নাদি আস সাকাফি আল ইসলামী।
মাও. মুহাম্মদ কমর, দায়ী, কাতার।
মাওলানা মিযানুর রহমান, দায়ী, সৌদিআরব।
মাওলানা বদর উদ্দীন, দায়ী ও মুহাদ্দিস, সিলেট।
মাওলানা কাজী শফি উল্লাহ, প্রতিষ্ঠাতা পরিচালক, শাহ ওলি উল্লাহ মাদরাসা,হাটহাজারী, চট্টগ্রাম।
মাও. শফি উল্লাহ কুতুবী, সহকারী অধ্যাপক, চবি, চট্টগ্রাম।
প্রমূখ।

অত্র অঞ্চলের মানুষকে নিরক্ষরতা দূরিকরণে মাদরাসার ইতিবাচ ভূমিকা, মানুষের সামাজিক সাংস্কৃতিক দৈনতার পরিবর্তনে প্রতিষ্ঠানের অবদান :- আল্লাহর অসীম রহমতে স্বল্প সময়ে এ প্রতিষ্ঠান বিভিন্ন ক্ষেত্রে আশাতীত অগ্রগতি ও সফলতা অর্জন করেছে। এ প্রতিষ্ঠানের সনদপ্রাপ্ত একদল সুশিক্ষিত আদর্শবান তরুণ আলেম বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চতর আরবী সাহিত্যসহ ইসলামী শিক্ষার বিভিন্ন বিষয়ে যুগোপযোগী পদ্ধতিতে শিক্ষাদানের মাধ্যমে যোগ্যতার স্বাক্ষর রাখছেন ও সুচারুরূপে দাওয়াতী প্রোগ্রাম চালিয়ে যাচ্ছেন। বিশেষত দারুল মা‘আরিফ আল-ইসলামিয়ার অধিকাংশ সুদক্ষ মেধাদীপ্ত তরুণ শিক্ষক তারই সাবেক কৃতী ছাত্র। অনুরূপ এ প্রতিষ্ঠান অবকাঠামোগত ঈর্ষণীয় অগ্রগতি অর্জন করেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন প্রায় পাঁচ একর জমিতে দারুল মা‘আরিফ ক্যাম্পাস গড়ে ওঠেছে। ইতোমধ্যে বিশাল জামে মসজিদসহ পাকা ও সেমি পাকা দশটি ভবন নির্মিত হয়েছে। তন্মধ্যে চারতল বিশিষ্ট আল-কুরআন ইনস্টিটিউট ভবন, কসরে আযীয একাডেমিক ভবন, নবনির্মিত অত্যাধুনিক দৃষ্টিনন্দন ও আন্তর্জাতিক মানের তিনতল বিশিষ্ট আল্লামা ইউসুফ কারযাভী গ্রন্থাগার ভবন এবং তাহফীজুল কুরআন ভবন অন্যতম। আলহামদুলিল্লাহ।
জাতীয় পর্যায়ে জামেয়া দারুল মা‘আরিফের খ্যাতি ও তার শিক্ষাক্রমের গ্রহণযোগ্যতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ফলে দেশের প্রায় জেলার ছাত্র এতে অধ্যয়ন করছে। অপরদিকে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, মক্কা উম্মুল ক্বুরা বিশ্ববিদ্যালয়, লিবিয়ার ত্রিপলীস্থ ওয়ার্ল্ড ইসলামিক কল কলেজ ও ভারতের দারুল উলুম নদওয়াতুল উলামাসহ বিশ্বের বেশ ক‘টি বিশ্ববিদ্যালয় জামেয়ার সিলেবাস ও সার্টিফিকেটকে স্বীকৃতি প্রদান করেছে। ফলে এর সনদপ্রাপ্ত বিপুল সংখ্যক ছাত্র উল্লিখিত বিশ্ববিদ্যালয়সমূহে অধ্যয়ন করছে এবং অনেকে উচ্চতর ডিগ্রি নিয়ে দারুল মা‘আরিফসহ দেশে-বিদেশে বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছে।

মাদরাসার স্বর্নোজ্বল ইতিহাস :- নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি এ বাংলাদেশে তিলোত্তমার স্থান দখল করে আছে প্রাচ্যের রাণী চট্টগ্রাম। বিপুল সংখ্যক দ্বীনপ্রচারক, আউলিয়া-দরবেশ আগমনের ফলে এখানে ইসলামের জাগতিক ও আধ্যাত্মিক মূল্যায়ন ও অনুশীলনের অবকাশ সৃষ্টি হয়। তাই চট্টগ্রাম ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সাহিত্য, নৈতিক-আধ্যাত্মিক এবং দ্বীনি-দাওয়াতি তৎপরতায় সমোজ্জ্বল। নদীমাতৃক এদেশের সর্বত্র যেমন নদ-নদীর জাল বিস্তৃত, তেমনি এর প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে রয়েছে হাজার হাজার ইসলামী শিক্ষাকেন্দ্র। যুগ যুগ ধরে হক্কানী ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখ সমকালীন চাহিদার নিরিখে তা‘লীমী ও দাওয়াতী কার্যক্রম আঞ্জাম দিয়ে আসছেন। বর্তমান যুগের দ্বীনি চাহিদার প্রেক্ষিতে সচেতন আলেম-ওলামা ও ইসলামী চিন্তাবিদগণ মাদরাসা শিক্ষার পাঠ্যক্রমে ঈষৎ পরিমার্জনের প্রয়োজনীয়তা অনুভব করেন। বিগত ১৯৮৪ ইং-এর এক শুভলগ্নে মুসলিম বিশ্বের অনন্য ইসলামী চিন্তানায়ক আল্লামা সায়্যিদ আবুল হাসান আলী নদভী রহ. যখন বাংলাদেশ সফর করেন, তখন তাঁর সাথে এদেশের খ্যাতনামা ইসলামী শিক্ষাবিদ আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী‘র বিশেষ আলোচনার ভিত্তিতে প্রখ্যাত আলেম-ওলামা ও ইসলামী ব্যক্তিবর্গের সহায়তায় ১৯৮৫ সালে ‘জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়া’ নামক একটি বহুমুখী গবেষণাধর্মী যুগোপযোগী আদর্শ শিক্ষাকেন্দ্রের গোড়াপত্তন হয়।

মাদরাসার বর্তমান অবস্থা বর্ণনা করে আগামীর পরিকল্পনা :- জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়া ইসলামী শিক্ষা ও দাওয়াতভিত্তিক একটি প্রতিষ্ঠান। নতুন প্রজন্মকে যোগ্য শিক্ষক, প্রাজ্ঞ মুবাল্লিগ এবং মুসলিম সমাজের পথনির্দেশক রূপে গড়ে তোলাই এর অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। কুরআন-হাদীস তথা ইসলামী জ্ঞান-বিজ্ঞানের ধারক-বাহক আরবী ভাষার পণ্ডিত ও দাওয়াতী কাজে পারদর্শী একদল প্রাজ্ঞ আলেমেদ্বীন তৈরি করাই এ প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য।
এ প্রতিষ্ঠানের শিক্ষা-প্রণালি ও দাওয়াতী কার্যক্রম পবিত্র কুরআন-সুন্নাহ এবং সালফে সালেহীনের আক্বীদা-বিশ্বাস ও আদর্শের ওপর প্রতিষ্ঠিত। এর সমুদয় তৎপরতা ‘দারুল উলুম দেওবন্দ’ ও ‘নদওয়াতুল উলামা’র চিন্তা-চেতনা ও দর্শনের সমন্বয়ে পরিচালিত। তাই এর আবেদন সার্বজনীন ও কর্মসূচি ব্যাপক।

মাদরাসাটি যে বোর্ডের অধিনে :- ইত্তেহাদুল মাদারিস আল কওমিয়ার অধীনে আল হাইয়াতুল উলয়ার পরীক্ষায় অংশগ্রহণ করে।

মাদরাসার হিসাব ব্যাবস্থা / ফান্ড:- পৃথক পৃথক চাঁদা ও ছদকা ফান্ড রয়েছে।

বর্তমান মুহতামিম :- আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভি

বর্তমান মুহতামিমের মোবাইল নাম্বার :- ০১৮১৯৩১৩২৪২

বর্তমান শিক্ষাসচিব :- মাও. শায়খ শহীদুল্লাহ কাওসার

বর্তমান শিক্ষকবৃন্দের তালিকা :-

আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভি
আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল
মাও. শায়খ কারী ইলয়াছ
মাও. শায়খ শহীদুল্লাহ কাওসার
মাও. নুরুল আলম
মাও. মুহাম্মদ ফুরকান আনোয়ারি
মাও. আবু তাহের
মাও. মুহা. নুরুল আমীন মদনি
মাও. আবু মুহাম্মদ আমিনুল্লাহ
মাও. আব্দুস সালাম রিয়াদি
মাও. ইনআমুল হক মাদানি
মাও. মুহাম্মদ আফিফ ফুরকান
মাও. হাফেয ফরিদ আহমদ আনসারি
মাও. মুফতি মুহা. মাসুম কাসেমি
মাও. আব্দুল্লাহ কাসেমি
মাও. মুহাম্মদ নুমান
মাও. কারী ওলী উল্লাহ
মাস্টার হেমায়ত হুসাইন
মাও. রেজাউল বসীর
মাও. মুজিবুর রহমান
মাও. মুহাম্মদ নুর আনুয়ারি
মাও. মুহা. ফুরকান হুসাইন রহমানি
মাও. মুহাম্মদ কাওসার ইসহাক
মাও. হামেদুল্লাহ মাসুম
মাও. মিসবাহ উদ্দীন মাহমুদ মাদানি
মাও. শাহাদত হুসাইন,… প্রমুখ।

চলমান মোট ছাত্র সংখ্যা :- ১২০০

চলমান দাওরায়ে হাদিস ছাত্র সংখ্যা :- ………………

চলমান ছাত্রাবাসে অবস্থান রত ছাত্র সংখ্যা :- ৯৫০

তথ্য দানকারীর নাম :- মাওলানা মুহাম্মদ ফুরকান হুসাইন রহমানি

তথ্য দানকারীর মোবাইল :- ০১৯৭৯১৩১৩৯৯

তথ্য দানকারীর ইমেইল :- forkan86@gmail.com

Spread the love