সারা দেশের মাদ্রাসাসমূহ

জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর

May 17 2018, 03:28

প্রতিষ্ঠানের নাম :- জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর

প্রতিষ্ঠা কাল :- ১৫ এপ্রিল ১৯৬১ ঈসায়ী, ১৭ সফর- ১৩৮১ হিজরী

প্রতিষ্ঠাতা :- শায়খ মাওলানা শিহাবুদ্দীন রাহ.

প্রতিষ্ঠাকালিন মুহতামিম :- শায়খ মাওলানা শিহাবুদ্দীন রাহ.

প্রতিষ্ঠাকালিন শিক্ষাসচিব :- মাওলানা খলীলুর রহমান রাহ.

প্রতিষ্ঠাকালিন শিক্ষকবৃন্দ :- মাওলানা শায়খ শিহাবুদ্দীন রাহ., মাওলানা শায়খ আব্দুল হাই রাহ. মাওলানা খলীলুর রহমান রাহ, মাওলানা আসদ্দর আলী রাহ, মাওলানা মুকাদ্দাস আলী রাহ, মাওলানা আব্দুল ওয়াহহাব রাহ, ক্বারি জহুরুল হক রাহ, মাওলানা মুসলিম উদ্দীন রাহ ও মাস্টার ইসমাঈল রাহ. প্রমুখ

প্রতিষ্ঠাকালিন জামাত সংখ্যা, বর্তমান সমাপনী জামাত / দাওরায়ে হাদিস উদ্বোধনীর সন :- প্রতিষ্ঠাকালীন জামাত সংখ্যা: ১৩ (জালালাইন)
বর্তমান সমাপনী জামাত: তাকমীল ফিল হাদীস।
দাওরায়ে হাদীসের উদ্বোধন: ১৪০৫ হিজরী সালে

প্রতিষ্ঠাকাল থেকে চলমান সময় পর্যন্ত কৃতি শিক্ষার্থীর নাম, তাদের বর্তমান সামাজি অবস্থা :- শায়খুল হাদীস মাওলানা নুরুল ইসলাম ফাগুবাড়ি রাহ.
মাওলানা নুরুল ইসলাম এলএলবি রাহ.
শায়খুল হাদীস মাওলানা কুতুবুদ্দিন সাহেব
শায়খুল হাদীস মাওলানা আব্দুস সাত্তার কাসীম
শায়খুল হাদীস মাওলানা ফখরুদ্দীন সাদিক
শায়খুল হাদীস মাওলানা খায়রুল ইসলাম
শায়খুল হাদীস মাওলানা আব্দুর রহমান
শায়খুল হাদীস মাওলানা কামাল উদ্দীন
মাওলানা ফয়যুল হাসান খাদিমানী- সভাপতি আল কলম গবেষণা পরিষদ বাংলাদেশ, সাহিত্য সম্পাদক- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
মাওলানা নজরুল ইসলাম- প্রাক্তন সভাপতি ছাত্র জমিয়ত বাংলাদেশ।
মাওলানা আব্দুল মতিন- প্রিন্সিপাল মেওয়া মাদরাসা
মাওলানা আব্দুল মালিক কাসেমী- মুহাদ্দিস দারুস সুন্নাহ মুরাদগঞ্জ মাদরাসা।
মাওলানা ইউসুফ আহমদ খাদিমানী- মুহতামিম রামধা মাদরাসা।
হাফিজ মাওলানা ফখরুজ্জামান- প্রিন্সিপাল জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ, সিলেট।
মাওলানা আনোয়ারুল ইসলাম- মুহতামিম জামিয়া হাতিমিয়া শিবগঞ্জ।
মাওলানা আবুল বশর- মুহতামিম মাদরাসাতুল মদীনা, সিলেট
মুফতি শিব্বির আহমদ- ভাইস চেয়ারম্যান, বিয়ানীবাজার উপজেলা পরিষদ,
মাওলানা তাফাজ্জুল হক আজিজ, বিশিষ্ট মুফাসসিরে কুরআন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব।
মাওলানা আতিকুর রহমান- মুহতামিম মুরাদগঞ্জ টাইটেল মাদরাসা।
মাওলানা মনজুর আহমদ সালিম- মুহাদ্দিস মেওয়া মাদরাসা।
মাওলানা রমিজ উদ্দিন- শিক্ষাসচিব, মুরাদগঞ্জ মাদরাসা।
মাওলানা আব্দুল করীম- মুহতামিম, শাহকরার মাদরাসা
মাওলানা সাইফুর রহমান- সভাপতি ছাত্র জমিয়ত বাংলাদেশ।
মাওলানা শিহাবুদ্দীন- প্রভাষক গঙ্গাজল সিনিয়র মাদরাসা।
মাওলানা আবুল কাশিম- মুহতামিম মাথিউরা দারুল কুরআন মাদরাসা।
মাওলানা খলীলুর রহমান- সভাপতি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর।
মুফতি রুহুল আমিন- খতিব বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদ।
মাওলানা হাবিব আহমদ শিহাব- সভাপতি, ইমাম সমিতি সিলেট মহানগর।
মাওলানা আসরারুল হক- লেখক, গবেষক।
মাওলানা আব্দুল হালিম- কবি, লেখক।
মাওলানা এনামুল হক মামুন- সাংবাদিক।
মাওলানা আতিকুর রহমান নগরী- সাংবাদিক
মাওলানা মুশতাক আহমদ চৌধুরি- এমডি হিলভিউ গ্রুপ।
মাওলানা মারুফুল হাসান, মুহতামিম- বাহাদুরপুর জালালিয়া মাদরাসা।
মাওলানা মোস্তফা আহমদ, সভাপতি খতমে নবুওত মোভমেন্ট ইউকে।
মাওলানা জসিম উদ্দীন- সেক্রেটারি জেনারেল জমিয়তে উলামায়ে ইসলাম লন্ডন মহানগরী
মাওলানা মাহফুজ আহমদ- আলোচক, ইকরা টিভি

অত্র অঞ্চলের মানুষকে নিরক্ষরতা দূরিকরণে মাদরাসার ইতিবাচ ভূমিকা, মানুষের সামাজিক সাংস্ক্রিতিক দৈনতার পরিবর্তনে প্রতিষ্ঠানের অবদান :- জামিয়া তার প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকায় শিক্ষা-সাংস্কৃতিক উন্নতি সাধনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যোগাযোগের সুবিধাবঞ্চিত গ্রামাঞ্চলে দ্বীনের প্রকৃত শিক্ষা ও আদর্শ বিস্তারে জামিয়া প্রায় ৬ দশক ধরে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বৃহত্তর সিলেটে দেওবন্দি চিন্তা-চেতনার প্রচার প্রসারে জামিয়ার উল্লেখযোগ্য অবদান রয়েছে। শিশুশিক্ষার জন্যে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় সাধন করে প্রণিত এ.সি.ই একাডেমির মাধ্যমে এলাকার সর্বস্তরের শিশু-কিশোরদের ইসলামের বুনিয়াদী শিক্ষাদানের কাজ করে যাচ্ছে জামিয়া। হিফজুল কুরআনসহ একাডেমিক লাইনে শিশুশ্রেণী থেকে দারসে নেযামীর সর্বোচ্চ জামাত দাওরায়ে হাদীস পর্যন্ত এখানে দক্ষতা ও নিষ্ঠার সাথে পাঠদান করা হয়। পাশাপাশি দেশের প্রাচীনতম শিক্ষাবোর্ড আযাদ দ্বীনী এদারায়ে তা\’লীম বাংলাদেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জামিয়া। বিগত শিক্ষাবর্ষে এদারার সর্বোচ্চ জামাত মিশকাতে বোর্ডে প্রথম স্থান এবং আল হাইয়াতুল উলিয়া বোর্ডের অধীনে অনুষ্ঠিত তাকমীল ফিল হাদীসের ফাইন্যাল পরীক্ষায় বোর্ডে ১৮ তম সিরিয়ালসহ মোট হাইয়াতুল উলিয়ায় ১০ টি মুমতাজ লাভ করে জামিয়া। এটি জামিয়ার নিয়মিত সাফল্যের একটা অংশ মাত্র।

মাদরাসার স্বর্ণজ্জ্বল ইতিহাস :- দীর্ঘ প্রায় ছয় দশক ধরে জামিয়া ইলমে ওহীর দীপ্ত শিখা প্রজ্জ্বলিত করে যাচ্ছে। এই পথপরিক্রমায় জামিয়া শত শত আলিম, দায়ী, লেখক, বক্তা, রাজনীতিক, মুসলিহ ও সমাজসেবক তৈরি করেছে। সমাজের সর্বস্তরে ইসলামের আদর্শ বাস্তবায়ন করে রাষ্ট্র ও সমাজকে মা আনা আলাইহি ওয়া আসহাবীর আদলে গড়ে তুলতে জামিয়া বদ্ধ পরিকর। জামিয়ায় শিক্ষাপ্রাপ্ত সূর্যসন্তানেরা বর্তমানে বিশ্বের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে দ্বীনী খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। ইসলামী শিক্ষা, ওয়াজ-নসিহত, মসজিদ মাদরাসা পরিচালনা, লেখালেখি, রাজনীতিক- সব সেক্টরেই জাতি তাঁদের কাছ থেকে নিরন্তর সেবা পেয়ে যাচ্ছে। জামিয়ার গৌরবময় ইতিহাস সবিস্তারে জানতে জামিয়ার ওয়েবসাইট ঘুরে আসুন
ওয়েব লিঙ্ক
www.jamiaangura.com

মাদরাসার বর্তমান অবস্থা বর্ণনা করে আগামীর পরিকল্পনা :- বিস্তারিত জানতে জামিয়ার ওয়েবসাইট ভিজিট করুন-
ওয়েব লিঙ্ক: www.jamiaangura.com

মাদরাসাটি যে বোর্ডের অধিনে :- আযাদ দ্বীনী এদারায়ে তা\’লীম বাংলাদেশ

মাদরাসার হিসাব ব্যাবস্থা / ফান্ড:- জামিয়ার আয়-ব্যয় পাঁচটি ফান্ডে পরিচালিত হয়- (১) সাধারণ ফান্ড (২) বোর্ডিং ফান্ড (৩) কুতুবখানা ফান্ড (৪) বিল্ডিং ফান্ড (৫) মসজিদ ফান্ড। আয়-ব্যয়ের হিসাব আযাদ দ্বীনী এদারায়ে তা\’লীম বাংলাদেশ কর্তৃক নিযুক্ত নিরীক্ষক দ্বারা নিরীক্ষণ করা হয়।

বর্তমান মুহতামিম :- শায়খ মাওলানা জিয়া উদ্দীন

বর্তমান মুহতামিমের মোবাইল নাম্বার :- 01819653719

বর্তমান শিক্ষাসচিব :- শায়খ মাওলানা জিয়া উদ্দীন

বর্তমান শিক্ষকবৃন্দের তালিকা :- মাওলানা শায়খ জিয়া উদ্দীন সাহেব
মাওলানা শায়খ মুফতি মুজিবুর রহমান
মাওলানা শায়খ মাহমুদুর রহমান
মাওলানা শায়খ সালেহ আহমদ সালিক
মাওলানা ফারুক আহমদ
মাওলানা আব্দুল হাফিজ
মাওলানা ফয়জুল হাসান খাদিমানী
মাওলানা সাজিদুর রহমান সাজিদ
মাওলানা আসআদ উদ্দীন আল মাহমুদ
মাওলানা ইয়াকুব আলী
মাওলানা বিলাল আহমদ ইমরান
মাওলানা হাফিজ আব্দুল খালিক
মাওলানা মুফতি মাহফুজ আহমদ কাসেমী
মাওলানা মুফতি আবু ইউসুফ
মাওলানা হাফিজ জসিম উদ্দীন
মাওলানা আব্দুল কাদির
মাওলানা মুফতি ইকবাল হোসাইন
মাওলানা জফির উদ্দীন
মাওলানা মুফতি ইয়াহইয়া বিন আসআদ
হাফিজ মাওলানা ফরহাদ আহমদ
হাফিজ মাওলানা আলী আহমদ কাসেমী
মাওলানা শামিম আহমদ কাসেমী
মাস্টার আনোয়ার হোসাইন
মাওলানা মাহমুদুর রহমান
মাওলানা খায়রুজ্জামান
মাওলানা জিল্লুর রহমান
মাওলানা জামিল আহমদ
হাফিজ মাওলানা নাসির আহমদ
হাফিজ মাওলানা শিব্বির আহমদ
হাফিজ মাওলানা জামাল উদ্দীন
হাফিজ মাওলানা নজরুল ইসলাম
হাফিজ মাওলানা আফজল হোসাইন
মাওলানা আব্দুর রব

চলমান মোট ছাত্র সংখ্যা :- ৯৫০

চলমান দাওরায়ে হাদিস ছাত্র সংখ্যা :- ৮০

চলমান ছাত্রাবাসে অবস্থান রত ছাত্র সংখ্যা :- ৭০০

তথ্য দানকারীর নাম :- ফরহাদ আহমাদ

তথ্য দানকারীর মোবাইল :- 01738351823

তথ্য দানকারীর ইমেইল :- forhadahmed576@gmail.com

Spread the love