প্রতিষ্ঠানের নাম :- বাজিতপুর ইসলামী কমপ্লেক্স
কিশোরগঞ্জ জেলার ব্যস্ততম এলাকা বাজিতপুর উপজেলার বাজিতপুর বাজার সংলগ্ন কৈলাগ রোডে বিশাল দেহ-বল্লারী নিয়ে দণ্ডয়মান ঐতিহ্যবাহী বাজিতপুর ইসলামী কমপ্লেক্স।
মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা ইসহাক ফরিদী রহ. এর হাতেগড়া মাওলানা মুহাম্মাদ আব্দুস সোবহান আযহারী এক ঝাঁক মুখলিস সাহসী সৈনিক নিয়ে নিবেদিত প্রাণ কিছু সহযোগীর ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৮ সালে নিজস্ব জায়গায় প্রতিষ্ঠা করেন বাজিতপুর ইসলামী কমপ্লেক্স।
কমপ্লেক্স এর শিক্ষাধারা
ইসলামী কমপ্লেক্স গতানুগতিক কোন শিক্ষা প্রতিষ্ঠানের নাম নয়। সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে কমপ্লেক্স সাজিয়েছে তার পাঠনদান পদ্ধতি। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর অধীনে পরিচালিত হয়ে বর্তমানে শিশু শ্রেণী থেকে শুরু করে হেদায়াতুন্নাহু শ্রেণি পর্যন্ত পাঠদান অব্যাহত আছে৷ পর্যায়ক্রমে সবোর্চ্চ দাওরায়ে হাদীস, ইফতা, তাফসীর, উলূমুল হাদীস, ইসলামের ইতিহাস, আরবী ও বাংলা সাহিত্য সহ বিভিন্নিমূখী পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন করে চতুর্মূখী যোগ্যতাসম্পন্ন বিচক্ষণ আলেমে দ্বীন জতিকে উপহার দেওয়ার প্রচেষ্টা অভ্যাহত থাকবে ইনশাআল্লাহ। সুবিন্যস্ত সিলেবাসের ভিত্তিতে পর্যায়ক্রমে মৌলিকভাবে কুরআন, হাদীস, ফিকাহ, তাফসীর , উসূল, আকায়িদ, বৈষয়িক পর্যায়ে আরবী সাহিত্য , বাংলা সাহিত্য, ব্যাকরণ , নাহু , সরফ , বালাগাত সহ বাংলা, ইংরেজী, গণিত , ইতিহাস ,ইতিহাস, ভূগোল দর্শন ইত্যাদি সমূদয় বিষয়ে প্রয়োজন পরিমানে শিক্ষা দেয়া হবে। শিক্ষার পাশাপাশি জনসমাজে ইসলামী শিক্ষার সুফল পৌঁছে দেয়ার মহান লক্ষ্যে কমপ্লেক্স বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে থাকে। সব মিলিয়ে বাজিতপুর ইসলামী কমপ্লেক্স বহু বিভাগ সমন্বিত একটি মহা প্রকল্প।
কমপ্লেক্স এর শিক্ষা সফলতা
প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ক্ষেত্রে ঈর্ষনীয় সাফল্য অর্জন করার ফলে। অতি অল্প সময়ে এ প্রতিষ্ঠানটির সুনাম-সুখ্যাতি এলাকার আনাচে-কানাচে ছড়িয়ে পড়ে। সার্বিক দিক বিবেচনায় এ প্রতিষ্ঠানটি উলামায়ে কেরাম ও সুধী মহলের নিকট ব্যাপকভাবে সমাদৃত হয়। অপর দিকে সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর আ্ন্তরিক প্রচেষ্টার ফলে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্থানীয় ভাবে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় সম্মানজক স্থান অধিকার করে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আসছে।
বর্তমান শিক্ষকবৃন্দের তালিকা :-
১) মাও.মুহাম্মাদ আব্দুস সোবহান আযহারী
পরিচালক
২)মাওলানা মুহাম্মাদ আলাউদ্দিন
সহকারী পরিচালক
৩)মুফতি শওকত হোসাইন
নাযেমে তালিমাত
৪)মুফতি ইমদাদুল্লাহ
নাযেমে দারুল ইকামাহ
৫)মাওলানা রিফায়েতুল্লাহ
শিক্ষক:
৬) মাওলানা উবায়দুল্লাহ আল মারুফ
শিক্ষক
৭)মাওলানা মুহসিনুল করিম
জেনারেল শিক্ষক
৮)মুহাম্মাদ গিয়াসুদ্দিন
জেনারেল শিক্ষক
৯)মুহাম্মাদ রাকিবুল হক
জেনারেল শিক্ষক
১০)হাফেজ মুহাম্মাদ আব্দুল মাতিন
শিক্ষক
১১)মাওলানা ক্বারি খালেদ সাইফুল্লাহ
শিক্ষক
১২)মাওলানা জহিরুল ইসলাম
শিক্ষক
মোবাইল:
বিভাগ সমুহ
* মক্তব [ দুই বছর]
* নাজেরা বিভাগ [ ১ বছর]
* হিফজুল কুরআন [ ৩/৪ বছর]
*এবতেদায়ী সানী- সালেস
*এবতেদায়ী রাবে
*এবতেদায়ী বিশেষ জামাত
*মুতাওয়াসসিতা ১ম বর্ষ (মিজান)
*মুতাওয়াসসিতা ২য় বর্ষ (নাহবেমীর)
*মুতাওয়াসসিতা ৩য় বর্ষ (হেদায়াতুন্নাহু)
(পর্যায়ক্রমে দাওরায়ে হাদিস)
প্রতিষ্ঠানের ঠিকানা :- কৈলাগ রোড, বাজিতপুর বাজার সংলগ্ন, বাজিতপুর, কিশোরগঞ্জ
প্রতিষ্ঠা কাল :- ২০১৮ইং
প্রতিষ্ঠাতা :- মাওলানা মুহাম্মাদ আব্দুস সোবহান আযহারী
প্রতিষ্ঠাকালিন মুহতামিম :- মাওলানা মুহাম্মাদ আব্দুস সোবহান আযহারী
প্রতিষ্ঠাকালিন শিক্ষাসচিব :- মুফতি শওকত হোসাইন
প্রতিষ্ঠাকালিন শিক্ষকবৃন্দ :- মাওলানা মুহাম্মাদ আব্দুস সোবহান আযহারী, মাওলানা আলাউদ্দিন, মুফতি শওকত হোসাইন,মাওলানা রেফায়েতুল্লাহ,মাওলানা ইমদাদুল্লাহ,মাওলানা মুহসিনুল করিম,মাস্টার গিয়াসুদ্দিন, মাষ্টার রাকিবুল হক, হাফেজ আব্দুল মাতিন, ক্বারি হোসাইন আহমদ
মাদরাসাটি যে বোর্ডের অধিনে :- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ
মাদরাসার হিসাব ব্যাবস্থা / ফান্ড:- সাধারণ, গোরাবা
বর্তমান মুহতামিম :- মাওলানা মুহাম্মাদ আব্দুস সোবহান আযহারী
বর্তমান মুহতামিমের মোবাইল নাম্বার :- ০১৭৩২ ২৬৬০৯৮
বর্তমান শিক্ষাসচিব :- মুফতি শওকত হোসাইন
চলমান মোট ছাত্র সংখ্যা :- ৯০ জন
চলমান ছাত্রাবাসে অবস্থান রত ছাত্র সংখ্যা :- ৭০
তথ্য দানকারীর নাম :- শওকত হোসাইন
তথ্য দানকারীর মোবাইল :- ০১৯১৬১৩১২৯৫
তথ্য দানকারীর ইমেইল :- showkat67501@gmail.com